Panchayat violence

কোথাও বিরোধী এজেন্টের ওপর হামলা, আবার কোথাও পাহারায় সিভিক পুলিশ

রাজ্য পঞ্চায়েত ২০২৩

সকাল থেকেই ভোট শুরু হওয়ার সাথে সাথে শুরু শাসক দলের সন্ত্রাস।
সিপিআই (এম) প্রার্থীর পোলিং এজেন্টদের মারধর করে বের করে দেওয়ার অভিযোগ উঠলো পাঁচলায়। অভিযোগ, এদিন চড়া পাঁচলার ১৯৩, ১৯৪, ১৯৫ নম্বর বুথে ছাপ্পা ভোট শুরু করে তৃণমূলের দুর্বৃত্ত বাহিনী। প্রতিবাদ করলে সিপিআই (এম) প্রার্থীর পোলিং এজেন্ট রেজাউল করিম, হালিম মল্লিক, শেখ ঝণ্টুকে মারধোর করে বের করে দেয় তৃণমূলের বাহিনী। বুথের ভিতর সশস্ত্র বাহিনী কিংবা কেন্দ্রীয় বাহিনীর দেখা মেলেনি।

অন্যদিকে ব্যারাকপুর বিডিও ২ এর অন্তর্গত তালবান্দা নব কামার গাথি কলোনি প্রাইমারি স্কুলে ভোটকেন্দ্রে কলকাতা উচ্চ আদালতের অর্ডারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সিভিক ভলেন্টিয়ারদের নির্বাচনের কাজে ব্যবহার করা হচ্ছে। সেখানে লাঠি হাতে ভোটকেন্দ্রে পাহারা দিচ্ছে সিভিক ভলেন্টিয়াররা।

Comments :0

Login to leave a comment