শনিবার বিকেলে নাগরাকাটা ব্লকের খেরকাটা জঙ্গল থেকে এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ উদ্ধার করল ডায়না রেঞ্জের বনকর্মীরা। বনের গভীরে দেহ পড়ে থাকতে দেখে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়।
বনকর্মীরা যখন খেরকাটা জঙ্গলে নিয়মিত টহল দিচ্ছিলেন, সেই সময় তাঁরা এক মাঝবয়সী মহিলাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। তড়িঘড়ি খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। প্রাথমিক তদন্তে বনদপ্তরের অনুমান, মৃত মহিলার বয়স আনুমানিক ৪৫ বছর।
ডায়না রেঞ্জের রেঞ্জার অশেষ পাল এই বিষয়ে জানিয়েছেন, "প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মৃত মহিলা ভবঘুরে ও মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন। তাঁর শরীরে হাতির আক্রমণের কোনো চিহ্ন বা প্রমাণ মেলেনি।" তবে এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ, তা নিয়ে ধোঁয়াশা রয়েছে।
পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। বনদপ্তর ও পুলিশ উভয়েই ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। রেঞ্জার পাল জানান, "ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণটি স্পষ্ট হবে।" পুলিশ ওই মহিলার পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে।
Woman's Body Recovered
খেরকাটা জঙ্গলে উদ্ধার মহিলার মৃতদেহ
ফাইল ছবি
×
Comments :0