Adhir Slams Mamata

কংগ্রেসকেও হুমকি মমতার, ‘বিজেপি-র দালাল’, পালটা অধীরের

রাজ্য

Adhir Slams Mamata


রাজ্যে সিপিআই(এম)’র সহযোগী হলে কংগ্রেসের সঙ্গে কোনোরকম সহযোগিতা করবে না তৃণমূল। হুমকি দিয়েছেন মমতা ব্যানার্জি। পালটা প্রতিক্রিয়ায় মমতা ব্যানার্জিকে বিজেপি’র দালাল বলেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি।
  শুক্রবার কাকদ্বীপে তৃণমূলের নবজোয়ার কর্মসূচির শেষে দলের সভায় বক্তৃতা করেন মুখ্যমন্ত্রী। ওই সভাতেই  মমতা ব্যানার্জি রাজ্য কংগ্রেসকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘‘কংগ্রেস অনেক রাজ্য চালিয়েছো। সিপিএম’র সবচেয়ে বড় দোসর। বিজেপি’র সবচেয়ে বড় দোসর। পার্লামেন্টে আমাদের(তৃণমূল) থেকে সাহায্য চাও। আমরা বিজেপি’র বিরুদ্ধে করবো।’’ কিন্তু তারপরেই কংগ্রেস নেতাদের উদ্দেশে মুখ্যমন্ত্রীর মন্তব্য,‘‘ কিন্তু মনে রেখো বাংলায় সিপিএম’র সাথে ঘর করে আমাদের কাছ থেকে সাহায্য চাইতে আসবে না।’’

কাকদ্বীপে মমতা ব্যানার্জির এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। মমতা ব্যানার্জির মন্তব্য প্রসঙ্গে তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,‘‘ আমরা বামেদের সঙ্গে আগেও জোট করে নির্বাচন লড়েছি। আগামীদিনেও জোট করে আমরা নির্বাচন লড়বো। মমতা ব্যানার্জি তো ১৯৯৯সালে বিজেপি’র সঙ্গে জোট করেছিলেন। তার পরেও বিজেপি’র সঙ্গে জোটে গেছেন। এখন উনি বিজেপি’র দালাল হিসাবে কাজ করছেন। উনি যা বলেছেন তা পাগলের প্রলাপ। আমাদের কাছে ওঁর কথার কোনই গুরুত্ব নেই।’’ 
রাজ্য নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, পঞ্চায়েত ভোটে ২ লক্ষ ৩১ হাজারের ওপর মনোনয়ন জমা পড়েছে। এমনিতেই তড়িঘড়ি নির্বাচন ঘোষণা করে শাসকদল ভেবেছিল বিরোধীদের অপ্রস্তুত অবস্থায় রেখে ভোট সম্পন্ন করে নেওয়া হবে। কিন্তু প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার শুরু থেকে রাজ্যের বহু এলাকাতেই তৃণমূলের দুষ্কৃতীদের হামলা উপেক্ষা করে রক্তাক্ত হয়ে প্রতিরোধ গড়ে ব্লক অফিসে এসে মনোনয়ন জমা দিয়ে গেছেন বিরোধীরা।

এখন বিরোধীদের বিপুল সংখ্যায় প্রার্থী হওয়াটাকে মমতা ব্যানার্জি কার্যত তাঁর দলের সদিচ্ছা ছিল বলেই সম্ভব হয়েছে বলে এদিন দাবি করেন! কাকদ্বীপে দলের সভায় বিরোধীদের প্রার্থী হওয়া প্রসঙ্গে মমতা ব্যানার্জি বলেছেন,‘‘কোনও রাজ্য আমাকে দেখাও এত নমিনেশন এত শান্তিপূর্ণভাবে দিতে পেরেছে। গতকাল নমিনেশনের শেষ দিন ছিল। একক পার্টি হিসাবে তৃণমূল ৮৪ হাজার আসনে প্রার্থী দিয়েছে। বিরোধীরা মিলে দেড় লক্ষ আসনে প্রার্থী দিয়েছে।’’ এরপরই মমতা ব্যানার্জি বলেছেন, ‘‘ বাড়িতে ভাত দিয়েছি। বলছে, ভাতটা খাইয়ে দিয়ে যাও। ভাতের সাথে মাংস দাও। ভাতের সাথে ইলিশ মাছ দাও। আমার বাড়িটা পাকা করে দাও।’’ যেন বিরোধীরা প্রার্থী দিতে পেরেছে, এটাই এরাজ্যের গণতন্ত্রের পক্ষে যথেষ্ট নজির তৈরি করেছে শাসকদল। তাই বাড়িতে ভাত দিয়েছি, এরপর অবাধ, শান্তিপূর্ণ ভোটের জন্য বিরোধীরা আশা করলে সেটা ভাতের সঙ্গে মাংস চাওয়া বলেই দলের কর্মীদের এদিন কাকদ্বীপের সভা থেকে বুঝিয়ে দিয়েছেন মমতা ব্যানার্জি। কিন্তু তার আগে মনোনয়ন প্রত্যাহারের জন্য আগামী ২০ জুন পর্যন্ত সময় আছে। এদিন যেভাবে আদালতে কেন্দ্রীয় বাহিনীর রায় নিয়ে মুখ্যমন্ত্রী উষ্মা প্রকাশ করেছেন তাতে ভোটপর্ব কতটা শান্তিপূর্ণ হবে সেই আশঙ্কা থেকেই যাচ্ছে।

বৃহস্পতিবার রাজ্যে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্ব শেষ হয়েছে। গত পঞ্চায়েত ভোটের থেকে বামপন্থীদের প্রার্থী সংখ্যা বাড়ার পর থেকেই মমতা ব্যানার্জির নিশানা করতে শুরু করেন সিপিআই(এম)কে। এদিনও কাকদ্বীপ থেকে গতকালের মতোই মুখ্যমন্ত্রী বামপন্থীদের পাশাপাশি কংগ্রেসকেও আক্রমণ করতে থাকেন। বিশেষ করে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে যেভাবে তৃণমূলের বাধাকে টপকে ব্লক অফিসে গিয়ে প্রার্থীপদ জমা দিয়ে এসেছেন, তাতেই নিজের ক্ষোভ গোপন রাখতে পারছেন না মমতা ব্যানার্জি। বৃহস্পতিবার হুমকি দিয়েছিলেন, ‘এবার আপনারা বেশি বাড়াবাড়ি করছেন’। এদিনও সিপিআই(এম)-কে আক্রমণ করতে গিয়ে প্রতিরোধী মেজাকে কটাক্ষ করে মমতা ব্যানার্জি বলেন,‘‘ওরা (সিপিআই-এম) নাকি প্রতিরোধ করবে? তুমি যদি প্রতিরোধ করো আমি প্রতিবাদ করবো। তোমার প্রতিরোধে যদি ডান্ডা থাকে, আমার প্রতিবাদে ঝান্ডা থাকবে। ২০১১ সালে বলেছিলাম, বদলা নয়, বদল চাই। রবীন্দ্র সঙ্গীত বেজেছিল, নজরুল গীতি বেজেছিল।’’


 

Comments :0

Login to leave a comment