Adhir Chowdhury

অধ্যক্ষকে চিঠি অধীরের

জাতীয়

ফাইল চিত্র

টাকা নিয়ে প্রশ্ন বিতর্কে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের পাশে দাঁড়িয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি। চার পাতার চিঠিতে বহরমপুরের কংগ্রেস সাংসদ অধ্যক্ষের কাছে আবেদন জানিয়েছে সংসদীয় কমিটির গুলোর কার্যকারিতা পর্যালোচনা করার। তিনি লিখেছেন, ‘এথিক্স কমিটির কি কাজ তা নিয়ে কোন নির্দিষ্ট নির্দেশিকা নেই।’ 

চিঠিতে তিনি লিখেছেন যে, এই বিষয় তদন্তের ক্ষেত্রে এথিক্স কমিটির সতর্কতা অবলম্বন করা উচিত ছিল। উল্লেখ্য মহুয়াকে তলবের নোটিশ পাঠানোর আগেই সংবাদমাধ্যমের কাছে জানিয়ে দেওয়া হয় যে কবে তাকে তলব করা হচ্ছো। এছাড়া এই বিষয়কে কেন্দ্র করে বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে একাধিক টুইট এবং মন্তব্য জল্পনা তৈরি করে।

সূত্রের খবর সোমবার লোকসভায় মহুয়াকে বহিষ্কার করার সুপারিশ পেশ করা হবে লোকসভায়। সেই প্রসঙ্গে অধীর অধ্যক্ষের কাছে লেখা চিঠিতে উল্লেখ করেছেন যে, বহিষ্কারের মতো কঠোর সিদ্ধান্তের পথে না হাঁটার জন্য।

তবে নিয়ম অনুযায়ী লোকসভায় এথিক্স কমিটির সুপারিশ জমা পড়ার পর তার পক্ষে এবং বিপক্ষে ভোট দেবেন সাংসদরা।  

Comments :0

Login to leave a comment