Antique material

মার্কিন যুক্তরাষ্ট্র থেকে উদ্ধার ২৯৭টি দুষ্প্রাপ্য জিনিস, সংসদে জানালো সরকার

জাতীয়

২৯৭ টি দুষ্প্রাপ্য জিনিস যা মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার হয়েছিল তা উদ্ধার করা হয়েছে বলে সংসদে জানালো কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত রাজ্যসভায় একটি প্রশ্নের উত্তরে জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের যেই চুক্তি হয়েছে বেআইনি দুষ্প্রাপ্য পাচার সংক্রান্ত সেই চুক্তির ভিত্তিতে এই সব জিনিসপত্র উদ্ধার করা সম্ভব হয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী এখনও পর্যন্ত ৫৮৮ টি দুষ্প্রাপ্য ভারত থেকে বাইরে পাচার হয়েছে। 
কেন্দ্রীয় মন্ত্রীর কাছে জানতে চাওয়া হয় যে, পাচার হওয়া বিভিন্ন দুষ্প্রাপ্য জিনিস উদ্ধার করার জন্য, দেশে ফেরানোর জন্য অন্য কোন দেশ বা কোন আন্তর্জাতিক সংস্থার সাথে সরকার চূক্তি বদ্ধ হবে কি না। ভারত সরকারের সাথে ইউনেস্কো, ইন্টারপোলের মতো আন্তর্জাতিক সংস্থার চুক্তি রয়েছে দুষ্প্রাপ্য পাচার হওয়া জিনিস উদ্ধার করার।

Comments :0

Login to leave a comment