ASHA workers

বঞ্চনার প্রতিবাদে রাজভবন অভিযানে হাঁটবেন আশা কর্মীরাও (ভিডিও)

রাজ্য

আশা কর্মীদের শুকিয়ে মারছে কেন্দ্র এবং রাজ্য সরকার। সোমবার রাণী রাসমণি অ্যাভিনিউয়ে গণশক্তি ডিজিটালের মুখোমুখি হয়ে একথা বললেন পশ্চিমবঙ্গ আশা, স্বাস্থ্য কর্মী ইউনিয়নের রাজ্য সম্পাদক সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘‘আশা কর্মীদের নুন্যতম বেতন দিচ্ছে না রাজ্য সরকার। সব থেকে বড় কথা আশা কর্মীদের বলা হয় স্বেচ্ছাসেবক। কিন্তু তাদের ওপর কাজের ভার সব থেকে বেশি।’’ 


বেতন বৃদ্ধির দাবিতে দীর্ঘদিন পথে নেমেছেন আশা কর্মীরা। সেই প্রসঙ্গ টেনে সাবিনা ইয়াসমিন বলেন, ‘‘আশা কর্মীদের কোন বেতন কাঠামো নেই। বেতন বৃদ্ধি করার আশ্বাস দিলেও রাজ্য সরকার সেই কথা রাখেনি। ইনসেন্টিভ বন্ধ।’’ তিনি জানান প্রতিটা আশা কর্মী গ্রামের লোকেদের সাথে নিবীর সম্পর্ক রাখেন কিন্তু বর্তমানে তাদের পরিস্থিতি খারাপ।
মঙ্গলবারের রাজভবন অভিযান প্রসঙ্গ তিনি বলেন, ‘‘আশা কর্মীদের আজ পীঠ দেওয়ালে ঠেকে গিয়েছে। বলা হয় আশা কর্মীরা স্বাস্থ্য ব্যবস্থার স্তম্ভ। কিন্তু আজ তাদের কথা ভাবা হচ্ছে না। কাল আমারা যেমন রাস্তায় থেকে আন্দোলন করবো। আগামী দিনেও যে কোন সময় আমরা সরকারের বিরুদ্ধে চ্যালেজ্ঞ ছুঁড়ে দিতে প্রস্তুত।’’

Comments :0

Login to leave a comment