Joy Johar Mela

‘জয়জোহার’ মেলা বয়কটের ডাক

জেলা

‘আমরা নাচতে চাইনা, আমরা শিক্ষা চাই, আদিবাসী সংস্কৃতি রক্ষায় সরকারি অনুষ্টানের কোন প্রয়োজন নেই, আদিবাসীরা নিজেরাই নিজেদের সংস্কৃতি সুরক্ষিত রেখেছেন’ এই বক্তব্য সামনে রেখে ‘জয়জোহার’ মেলা বয়কট করছেন আদিবাসীরা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য পড়েছে বাঁকুড়া জেলাজুড়ে। ঘটনা হল রবিবার থেকে খাতড়ায় গুরুসদয় মঞ্চে হতে চলেছে রাজ্যের আদিবাসী উন্নয়ন দপ্তরের উদ্যোগে জয় জোয়ার মেলা হতে চলেছে। চলবে ৫ তারিখ পর্যন্ত। গুরুসদয় মঞ্চের বাইরে স্টলও করা হয়েছে। শনিবার খাতড়ার বিডিও সহ সরকারি আধিকারিকরা এই মেলাপ্রাঙ্গন পরিদর্শন করে যান। এর মাঝেই আদিবাসীদের একটি বড় অংশ এই মেলা বয়কট করার সিদ্ধান্ত নেন। এদিন একাধিক আদিবাসী মানুষজন জানান, জঙ্গলমহল এলাকায় আমাদের ছেলে মেয়েদের স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, বন্ধ হয়ে গেছে হোষ্টেলগুলিও। ছাত্রছাত্রীরদের স্কলারশিপের টাকা আটকে থাকছে। সরকারের সেদিকে কোন নজর নেই। এদিন আদিবাসী সংগঠন ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশান এর যুগ্ম আহ্বায়ক তপন কুমার সর্দার ক্ষোভের সঙ্গে জানান, সরকার আমাদের মা, বোনদেন নিয়ে নাচের কর্মসূচি করছে। আমরা এই নাচ চাইনা, শিক্ষা চাই। তিনি জানান, অলচিকি হরফে পড়াশোনার স্কুলগুলিতে শিক্ষক নেই। অনগ্রর কল্যান দপ্তর বা বিডিওদের কাছে বিষয়টি জানালে তারা কোন ব্যবস্থা নিচ্ছেনা। বহু শিক্ষিত যুবক, যুবতি এই হরফের শিক্ষায় শিক্ষিত হয়ে বসে আছে। তাদের কাজ  নেই। সরকার তাদের কাজ দিক। এঁরা সরকার নাচের জন্য টাকা ব্যয় করতে পারে সেখানে শিক্ষার জন্য কেন ব্যয় করতে পারেনা? তাই এই মেলায় আদিবাসীরা অংশ গ্রহণ করবেনা বলে তাঁরা সোচ্চারে জানান। 

Comments :0

Login to leave a comment