ISL: East Bengal Trailing

গোয়ার সঙ্গেও হার ইস্টবেঙ্গলের

খেলা

প্রথমার্ধে ১ গোলে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে খেলছিল ইস্টবেঙ্গল। একেরপর এক আক্রমণের ঢেউ আছড়ে পড়ছিল । নজরকাড়া পারফরমেন্স করলেন রিচার্ড সেলিস। কিন্তু গোল করার লোকের অভাবেই ভুগলো ইস্টবেঙ্গল। ম্যাচের ৬৬ মিনিটে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে রিচার্ডের শটটি দারুণ দক্ষতায় বাঁচান গোয়ার গোলরক্ষক ঋত্বিক তিওয়ারি। ম্যাচ জিতে ১৬ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এলো গোয়া। ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা মোহনবাগানের থেকে যা ৬ পয়েন্ট কম।

প্রথমার্ধে গোয়ার বিরুদ্ধে পিছিয়ে ছিল ইস্টবেঙ্গল। তখন খেলার ফল ১ -০। ১৩ মিনিটে ব্রিসনের গোলে এগিয়ে যায় মানালো মার্কেজের গোয়া। রিচার্ড সেলিস ভালো পারফর্ম্যান্স করলেও ইস্টবেঙ্গলের পক্ষে গোল আসেনি।

Comments :0

Login to leave a comment