খো খো বিশ্বকাপের শিরোপা অর্জন করল ভারতের পুরুষ ও মহিলা উভয় দলই। নেপালকে ৫৪-৩৬ ব্যাবধানে পুরুষদের দল ও ৭৮ -৪০ ব্যবধানে মহিলাদের দল হারালো। দিল্লির নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ইতিহাস রচনা করল ভারত। ভারতের মহিলা দল গোটা প্রতিযোগিতায় অপরাজেয় হয়েই চ্যাম্পিয়ন হল। ভারতের ক্রীড়াক্ষেত্রে এই শিরোপা বিশেষ ভূমিকা পালন করবে খো খো খেলাটিকে ভারতে আরো বেশি জনপ্রিয় করার ক্ষেত্রে।
মন্তব্যসমূহ :0