কর্ণাটকের বেলগাভি (Belgavi) সীমান্তে নতুন করে অশান্তির ছড়াল। মহারাষ্ট্র একিকরন সমিতি, কংগ্রেস, এনসিপি ও শিবসেনার একটি প্রতিনিধি দলকে কর্ণাটকে (Karnatak)ধোকার মুখে আটকে দেয় সেখানকার বিজেপি প্রশাসন। তিলকওয়াড়ি শহরের একটি জনসভার আয়োজন করা হয়েছিল। সেখানেই যোগ দিতে যাচ্ছিল কংগ্রেস, এনসিপিও দলের প্রতিনিধীরা।
কিন্তু কর্ণাটকে ঢোকার মুখেই তাদের আটকে দেওয়ায় বেলগাভির কাছে কগনলি টোল প্লাজায় প্রতিবাদ দেখায় তারা। এনসিপি নেতা হাসান মুশরিফ সহ বেশ কয়েকজন নেতা মন্ত্রীকে গ্রেপ্তার করেছে বাসবরাও বোম্মাইয়ের পুলিশ।
সোমবারই কর্ণাটক বিধানসভায় শীতকালিন অধিবেশনের বেলগাভির বিষয়টি তোলা হয়। কর্ণাটকের ক্ষমতায় বিজেপি সরকার অপরদিকে মহারাষ্ট্রেও ক্ষমতায় রয়েছে বিজেপি সমর্থিত সরকার। তারপরও দুই রাজ্যের মধ্যে বেলগাভি নিয়ে অশান্তির ইতি হয়নি। বিরোধীদের দাবি মোদীর বিভাজনের নীতির জেরেই দেশের রাজ্য গুলোও এখন নিজেদের মধ্যে লড়াই করছে। তাদের আরও দাবি এখন শুধু ভাষাগত বিভেদ নিয়ে লড়াই হচ্ছে বিজেপি ক্ষমতায় থাকলে ভবিষ্যতে ভাষা, খাওয়া-দাওয়া পোষাক পরিচ্ছদ সব কিছু নিয়েই ভারতে অশান্তি হবে।
Comments :0