Brij Bhusan Saran Singh got bail

জামিন পেয়ে গেলেন ব্রিজ ভূষণ

খেলা

রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ও বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিংকে জামিন দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। রায়টি প্রদান করেন বিশেষ সাংসদ-বিধায়ক বিচারপতি হরজিৎ সিং জসপাল। জামিনের দুটি সর্ত রেখেছন বিচারপতি প্রথমটি ব্রিজ ভুষণ অনুমতি ছাড়া দশএর বাইরে যেতে পারবেন না দ্বিতীয়টি অভিযোগকারীদের কোনও ভাবেই প্রভাবিত করতে পারবেন না। এর আগে মঙ্গলবার আদালত ২৫ হাজার টাকার বন্ডে দুদিনের অন্তরবর্তীকালিন জামিন দিয়েছিল তাকে। চলতি বছরের শুরু দিকে রেস্টলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার চেয়ারম্যান ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে মহিলা কুস্তিগিরদের যৌন হেনস্তা করার অভিযোগ আনেন দেশের প্রথম সারির কুস্তিগিররা। অভিযোগকারীনিদের মধ্যে রয়েছে দুই নাবালিকাও। যৌন হেনস্তার বিরুদ্ধে দীর্ঘদিন দিল্লির যন্তরমন্তরে প্রতিবাদ করেন ভীণেশ ফোগত, সাক্ষী মালিক ও বজরং পুনিয়ারা।

Comments :0

Login to leave a comment