কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও পরিবহণ ইউনিয়ন সমূহের আহ্বানে আগামী ৫ মার্চ রাজ্য জুড়ে পরিবহণ ধর্মঘট হবে। কেন্দ্রীয় সরকারের ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারার (১), (২) উপধারা বাতিলের দাবি সহ এমভি অ্যাক্ট, ২০১৯ পরিবহণ শ্রমিকদের স্বার্থে সংশোধনের দাবিতে এবং পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষার ঢাবিতে রাজ্য জুড়ে যে পরিবহণ শ্রমিকদের ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে তা সফল করতে রাজ্যজুড়ে চলছে প্রচার সভা। বৃহস্পতিবার পরিবহণ শ্রমিকদের সামাজিক সুরক্ষা প্রকল্প চালু করার দাবিতে ৫ মার্চ পরিবহণ ধর্মঘটের ধর্মঘটের সমর্থনে ইসলামপুর পুরনো বাস স্ট্যান্ড ও পুরনো ফায়ার ব্রিগেডে দপ্তরের সামনে পরিবহণ শ্রমিকদের নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন ‘‘জনপদ পরিবহণ মজদুর ইউনিয়নের’’ উত্তর দিনাজপুর জেলা সম্পাদক তাপস দাস। তিনি বলেন, নরেন্দ্র মোদী ২০১৪ সাল থেকে মানুষকে বোকা বানাতে নানান গাল ভরা প্রতিশ্রুতি দিলেও একের পর এক শ্রমিক কৃষক শ্রমজীবী ও সাধারণ মানুষের স্বার্থ বিরোধী হয়রানি মূলক সিদ্ধান্ত নিয়ে চলেছে। কর্পোরেট স্বার্থসিদ্ধি করতে মানুষ মারা নীতি গ্রহণ করে চলেছে। পরিবহণ শ্রমিক স্বার্থ বিরোধী নীতির মধ্য দিয়ে পরিবহণ কর্মীদের জীবনের সঙ্কট নামিয়ে এনেছে। তার বিরুদ্ধে আন্দোলনে নেমেছে সারা দেশের পরিবহণ শ্রমিকরা। ইসলামপুরের পাশাপাশি উত্তর দিনাজপুর জেলায় পরিবহণ ধর্মঘট সফল করতে জেলা জুড়ে বৈঠক ও পথসভা করা হচ্ছে।
এদিন পরিবহণ ধর্মঘটের সফল করার আহ্বান জানিয়ে রানিগঞ্জে বিক্ষোভসভা ও মিছিল করে সিআইটিইউ। রানিগঞ্জ বাসস্ট্যাণ্ডে মোদী সরকারের নীতির বিরুদ্ধে এই বিক্ষোভসভা হয়। সেখান থেকে ট্যাক্সি স্ট্যাণ্ড পর্যন্ত মিছিল হয়। মিছিলে আওয়াজ ওঠে, "মোদী সরকার কা তানাশাহি নেহি চলেগা।" দেশেজুড়ে পরিবহণ ধর্মঘট সফল করার আহ্বান জানিয়ে প্রচারপত্র, লিফলেট বিলি হয়। ছিলেন শ্রমিকনেতা সুপ্রিয় রায়, রুনু দত্ত প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, মোদী সরকার পরিবহণ ক্ষেত্রে পরিবহণ শ্রমিকদের উপর আক্রমণ নামিয়ে আনছে। এই নীতির বিরুদ্ধে জোরদার লড়াইয়ে নামবে পরিবহণ সহ সমস্ত ক্ষেত্রের শ্রমিকরা।
Strike
পরিবহণ ধর্মঘট সফল করতে সভা
×
Comments :0