বগটুই গণহত্যায় অভিযুক্ত তিন জনের নামে হুলিয়া জারি করেছে সিবিআই। শনিবার সন্ধ্যায় সেই আইনী নোটিশ বগটুইয়ের যেখানে নৃশংস হত্যালীলা সংঘটিত হয়েছিল সেই এলাকায় থাকা বিদ্যুতের খুঁটিতে এই নোটিশ সাঁটানো হয়েছে। তাতে দেখা গেছে এখনও অধরা গণহত্যার তিন অভিযুক্তের নাম রয়েছে। এই তিনজন মধ্যে রয়েছে গণহত্যার মূল অভিযুক্ত মৃত লালন শেখের ছেলে রোহন। এছাড়াও রয়েছে মারফৎ সেখ এবং খুসিল সেখের নাম। হুলিয়া জারি করা হয়েছে এই তিনজনের নামে। শনিবার সন্ধ্যায় বগটুই গ্রামে গিয়ে নোটিশ ঝুলিয়ে দিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। প্রত্যেকের বিরুদ্ধে খুন এবং অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে। প্রত্যেককে ৩০ জানুয়ারির মধ্যে রামপুরহাট আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০২২ সালের ২১ মার্চ বগটুই মোড়ে খুন হন স্থানীয় বড়শাল পঞ্চায়েতের তৃণমূলী উপ প্রধান ভাদু সেখ। সেই খুনের বদলায় এক হাড়হিম করা বিভৎসার সাক্ষী হয় বগটুই। একের পর এক বাড়িতে ঢুকে কুপিয়ে, কেরোসিন, পেট্রোল ঢেলে জ্বালিয়ে পুড়িয়ে মারা হয় একের পর এক মহিলা, পুরুষ, শিশুকে। ভাদু সেখের পুরোনো বাড়ির সামনে বাণিরুল সেখ ও মিহিলাল সেখের বাড়ি থেকে উদ্ধার আগুনে পুড়ে কালো মন্ডে পরিণত হওয়া সাত সাতটি লাশ! পরে আশপাশের আরও বাড়ি থেকে জখম অবস্থায় উদ্ধার করা হয়ে আরও কয়েকজনকে। তাদের মধ্যে আরও তিন মহিলার মৃত্যু হয় হাসপাতালে। দুই ঘটনারই তদন্ত করছে সিবিআই। ইতিমধ্যেই মূল চক্রীরা গ্রেপ্তারও হয়েছে।
Bogtui Case
বগটুইকাণ্ডে অধরা তিনজনের নামে হুলিয়া জারি
×
Comments :0