champions trophy tour cancelled by ICC

পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর বাতিল করলো আইসিসি

খেলা

champions trophy tour cancelled in 3 cities in pakistan by ICC ছবি প্রতীকি

 

পাকিস্তানের তিনটি শহরে চ্যাম্পিয়ন্স ট্রফির ট্যুর বাতিল করলো বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি । পাকিস্তানের স্কার্দু , মুরে ও মুজাফারাদাবাদ এই তিনটি শহরে হওয়ার কথা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রদর্শন । কিছুদিন আগেই এই তিনটি শহরে এই ট্রফির প্রদর্শনীর কথা জানিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড ( PCB ) । কিন্তু এই তিনটে শহর পাকিস্তান অধিকৃত কাশ্মীরের ( POK ) অধীনে হওয়ায় কি এই ট্যুর বাতিলের  সিদ্ধান্ত নিয়েছে আইসিসি ? সেই নিয়েই উঠছে প্রশ্ন । পাকিস্তানের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে তাদের গোটা দেশেই এই ট্রফির ট্যুর করা হবে । আগামী বছরের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা এই ৮ দলীয় ক্রিকেট টুর্নামেন্টটি । ভারত এই পাকিস্তানে খেলতে না যেতে চাওয়ায় অনেক আগে থেকেই বিতর্কের  কেন্দ্রবিন্দুতে রয়েছে এই চ্যাম্পিয়ন্স ট্রফি ।  তাদের দেশে ভারতের খেলতে না আসার একটি যুক্তিসঙ্গত ব্যাখ্যা চেয়ে কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে আইসিসিকে একটি চিঠি লেখা হয়েছিল । ভারত হাইব্রিড মডেলে তাদের সমস্ত ম্যাচগুলি অন্য দেশে খেলতে চাইলেও পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে কোনো আলোচনাই করেনি । এইবার এই বিষয়ে যুক্ত হয়েছে পাকিস্তান সরকারও । পাকিস্তানের পরবর্তী পদক্ষেপ হয়তো আসতে পারে সরকারের তরফ থেকেই । PCB ও BCCI ( বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট  ইন ইন্ডিয়া  ) এই দুই প্রতিবেশী রাষ্ট্রের ক্রিকেট বোর্ডের এই সংঘাতে এইবার অনিশ্চয়তার মুখে পরে গেছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভবিষ্যৎ । করাচি , লাহোর ও রাওয়ালপিন্ডিতে অনেক আগে থেকেই স্টেডিয়াম সংস্কারের কাজ শুরু করেছে পাকিস্তান । ইতিমধ্যেই তাদের পাকিস্তানি মুদ্রায় প্রায় ১৭ কোটি টাকা খরচও হয়ে গিয়েছে ।

Comments :0

Login to leave a comment