Chaos in Abhiskek's Meeting

প্রথম দিনেই নবজোয়ার মুখ থুবড়ে পড়লো

জেলা

নবজোয়ার আনার দিনেই ধুন্ধুমার! কথা ছিল ‘নতুন তৃণমূল’ নির্মাণের। কিন্তু তৃণমূল আছে তৃণমূলেই। পঞ্চায়েতে কে প্রার্থী হবে তা নিয়ে তৃণমূল বনাম তৃণমূল লঙ্কা কান্ড কোচবিহারে। আজ থেকে শুরু হওয়ার কথা ছিল ভাইপোর জনসংযোগ যাত্রা। যাত্রার সূচনাকালেই সভাস্থল ভাংচুর চালালো তৃণমূলের কর্মীরাই। ভাইপো সভামঞ্চ থেকে চলে যেতেই ব্যালট বাক্সকে কেন্দ্র করে ধুন্ধুমার সিতাই, সাহেবগঞ্জে। ক্ষোভ তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে। মঙ্গলবার দিনহাটার সাহেবগঞ্জ ফুটবল খেলার ময়দানে সভামঞ্চ থেকে ব্যালট বক্সে ভোট প্রদান করে পঞ্চায়েত ভোটে প্রার্থী নির্বাচনের সূচনা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

এরপর অভিষেক বন্দ্যোপাধ্যায় সভা মঞ্চ থেকে নেমে যাওয়ার পরই ব্যালট বক্সে ভোটাধিকার প্রয়োগ যারা করতে পারবেন তাদের কাছে পৌঁছানোর আগেই ভেঙে দেওয়া হয় ব্যালট বক্স।  ভোটাধিকার প্রয়োগ করতে সাধারণ মানুষ যারা এসেছিলেন তাদের মধ্য ক্ষোভ জন্মেছে। ভেঙে যাওয়া ব্যালট বক্সের ভেতরে দেখা যায় প্রচুর টুকরো সাদা কাগজে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের বুথ নাম্বার কোন ব্যক্তির নাম এবং তাদের ফোন নাম্বার লেখা রয়েছে। অথচ অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন ব্যালট পেপারে নিজ নিজ পছন্দের প্রার্থীর নাম লিখতে হবে। সভা মঞ্চের পাশেই তা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এই ব্যালট পেপার সংগ্রহ করে ফর্ম্যাট অনুযায়ী তা পূরণ করে ব্যালট বক্সে ফেলতে হবে কিন্তু এই পেপারে কারো নাম কিংবা মোবাইল নাম্বার লেখা যাবে না। কিন্ত ভাঙা ব্যালট বক্সে দেখা যায় অনেক টুকরো টুকরো সাদা কাগজে নাম ফোন নাম্বার ও বুথের নাম লেখা। এই প্রসঙ্গ নিয়ে নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে।

Comments :0

Login to leave a comment