আইএসএলে ডার্বি ম্যাচ ছাড়াও শনিবার আরো একটি ম্যাচ মুখোমুখি হবে চেন্নাইন এফসি ও মুম্বই সিটি এফসি । জওহরলাল নেহেরু ইন্ডোর স্টেডিয়ামে খেলা শুরু বিকেল ৫ টায় ।
গতবারের আইএসএল ট্রফি জয়ী মুম্বই এই মরশুমে একেবারেই চেনা ছন্দে নেই । ৬ ম্যাচে মাত্র ৯ পয়েন্ট নিয়ে পিটার কেটকির দল রয়েছে টেবিলের অষ্টম স্থানে । মুম্বই দলের মাঝমাঠে ব্লকিং এবং ডিট্রিবিউশনের কাজটি করতেন আপুইয়া । এই মরশুমে দীর্ঘমেয়াদি চুক্তিতে মোহনবাগানে যোগ দিয়েছেন তিনি । সেক্ষেত্রে এই ব্লকিংয়ের অভাব স্পষ্ট লক্ষ্যণীয় মুম্বইয়ের খেলায় । দুই উইং ধরে চাঙতে ও বিপিন আর জাদু দেখাতে পারছেননা । রক্ষণেও রয়েছে বিস্তর ফাঁকফোঁকর । গোল করেও তা ধরে রাখতে পারছেননা তিরি - মেহেতাবরা । গত ম্যাচে কেরালাকে হারালেও কপালে চিন্তার ভাঁজ রয়েছে পিটারের । অন্যদিকে ম্যাচটাইম পাওয়ার জন্য মোহনবাগান থেকে চেন্নাইনে গেলেও এখনো তা পাচ্ছেননা কিয়ান নাসিরি । পাঞ্জাবের কাছে হারলেও গত ম্যাচে জামশেদপুরকে বড় ব্যবধানে হারানোয় আত্মবিশ্বাস ফিরে পেয়েছে ওয়েন কয়েলের দল । গোলের মধ্যেই রয়েছেন উইলমার জর্ডান - ড্যানিয়েল চিমারা । ৭ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে চেন্নাইন । আইএসএলে এখনো পর্যন্ত মোট ২০ বারের মুখোমখি সাক্ষাতে মুম্বই জিতেছে ১১ টি এবং চেন্নাইন জিতেছে ৬ টি । বাকি ৩ টে ম্যাচ ড্র হয়েছে ।
Comments :0