ফের কুমিরের দেখা মিলল গঙ্গায়। বছর চারেক আগে মুর্শিদাবাদের বহমরপুর দেখা গয়েছিল কুমির। তারপর নদিয়ার কালীগঞ্জে। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী ২ নম্বর ব্লকের শিমুলডাঙ্গা এলাকায়। বুধবার কুমিরের দেখা মিলল কালনা শহরের ভাগীরথী নদীতে। এদিন সকাল ৭টা ২৫ মিনিট নাগাদ নাগাদ একটি ভাসমান কুমিরকে কালনা শহরের ভাগীরথী নদী বক্ষে ভাসমান অবস্থায় সাঁতার কাটতে দেখা যায়। প্রথমে মৎস্যজীবীদের নজরে পড়ে কুমিরটি। এই খবর ছড়িয়ে পড়তেই ভাগীরথীর বিভিন্ন ঘাটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এই নিয়ে মানুষের মধ্যে একটা আতঙ্কও তৈরি হয়। আবার অনেকে কুমিরটিকে দেখতে ভিড় জমান। শুরু হয় ছবি তোলা। কয়েকদিন আগে নবদ্বীপে ভাগীরথী নদীঘাটে কুমিরের দেখা মেলে। বর্ষার সময় প্রায় প্রতিবছরই ভাগীরথী নদীতে কুমিরের দেখা মেলে। যদিও ঘাট প্রশাসনের তরফে মাইকিং করে সাধারণ মানুষকে সচেতন করা হয়েছে। যারা স্নান করতে জলে নামেন তাদেরও সতর্ক করে বলা হয়েছে যাতে তাঁরা যেন সাঁতার কাটতে গভীরে চলে না যান।
বন দপ্তরের কাটোয়ার রেঞ্জার শিবপ্রসাদ সিংহ বলেন, ‘‘নদিয়ার কুমিরটি এটা কি না, তা এখনও নিশ্চিত বলা যাচ্ছে না। তবে বনকর্মীরা কুমিরটির উপরে নজরদারির চালাচ্ছে। মিষ্টি জলের কুমির সাধারণত আক্রমণাত্মক হয়না। তবুও সতর্ক থাকতে হবে আমাদের।’’
Cocodial
ফের কুমির আতঙ্ক কালনায়

×
Comments :0