Bharat jodo nyay yatra

বাংলায় প্রবেশ করলো রাহুলের ‘ন্যায় যাত্রা’

জাতীয় রাজ্য

সূচি অনুযায়ী বৃহস্পতিবার সকালে বাংলায় প্রবেশ করলো রাহুল গান্ধীর ‘ভারত জোড় ন্যায় যাত্রা’। বৃহস্পতিবার সকালে কোচবিহারের বক্সীরহাটে প্রদেশ কংগ্রেস সভাপতির নেতৃত্বে রাহুল গান্ধী এবং পদযাত্রীদের স্বাগত জানান কংগ্রেস কর্মীরা। আসাম থেকে বাংলায় প্রবেশ করেছে এই যাত্রা। 

তবে কোচবিহার শহর রাহুলের পদযাত্রা অতিক্রম করার কথা থাকলেও তা হচ্ছে না। কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে ব্যাক্তিগত কারণে দিল্লিতে ফিরতে হবে প্রাক্তন কংগ্রেস সভাপতিকে, তাই পদযাত্রা না করে গাড়িতেই শহর পরিক্রমা করবেন রাহুল গান্ধী।

এদিন সংক্ষিপ্ত সভায় রাহুল বলেন, ‘‘গোটা দেশে বিভাজনের রাজনীতি ছড়াচ্ছে বিজেপি এবং আরএসএস। তাদের এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।’’

অন্যদিকে বুধবার গভীর রাতে কংগ্রেসের পতাকা এবং ফ্লেক্স ছেঁড়ার অভিযোগ উঠেছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসের অভিযোগ রাতের অন্ধকারে তৃণমূলে আশ্রিত দুষ্কৃতিরা এই কাজ করেছে। এদিন কংগ্রেসের যাত্রা ঘিরে বিক্ষোভ দেখানো হয়। নাগরিক মঞ্চের নাম করে তৃণমূল কর্মীরা স্লোগান তোলে যে ‘বিজেপিকে ঠেকাতে দিদি যথেষ্ট’। 

Comments :0

Login to leave a comment