Primary TET 2014

প্রাথমিকের শুনানি ৭ মে

রাজ্য

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলার শুনানি হবে ৭ মে। সোমবার মামলা ওঠে বিচারপতি তপোব্রত চক্রবর্তীর এজলাসে। সেখানেই তিনি জানান মামলার শুনানি শুরু হবে ৭ মে থেকে। এর আগে এই মামলা থেকে ব্যাক্তিগত কারণ দেখিয়ে সড়ে যান বিচারপতি সৌমেন সেন।

২০১৪ সালের টেটের ভিত্তিতে ২০১৬ সালে নিয়োগ হয় রাজ্যের বিভিন্ন প্রাথমিক স্কুলে। সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ উঠেছে। ২০২৩ সালের মে মাসে কলকাতা হাই কোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৩২ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। সেই মামলার শুনানি শুরু হবে ৭ মে থেকে।

বিচারপতি চক্রবর্তী সব পক্ষকে নির্দেশ দিয়েছে ৭ মে সব কাগজ আদালতের কাছে জমা দেওয়ার জন্য। তিনি আরও বলেছেন কেন এক আইনজীবীর নেতৃত্বে এই মামলার সওয়াল করতে হবে মামলাকারিদের। 

Comments :0

Login to leave a comment