COVID INDIA

সাব ভ্যারিয়েন্ট ভারতেও, বাড়িতেই সুস্থ আক্রান্ত ৪

জাতীয়

covid omicron new varient india china BF7

ওমিক্রন ভাইরাসের সাব ভ্যারিয়েন্ট বিএফ.৭’র হদিস মিলেছে ভারতেও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, গুজরাট এবং ওডিশায় আক্রান্ত চারজনের নমুনায় এই সাব ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে। 

গুজরাটের স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, সেরাজ্যের কোভিড আক্রান্তদের শরীরে বিএফ.৭’র পাশাপাশি ওমিক্রনের আরেকটি সাব ভ্যারিয়েন্ট বিএফ.১২’র হদিশও মিলেছে। অক্টোবর-নভেম্বর মাসে তাঁরা আক্রান্ত হয়েছিলেন। হোম আইসোলেশনে থেকে প্রত্যেকেই এখন সুস্থ হয়ে উঠেছেন। 

চীনে আক্রান্তদের অনেকেরই নমুনায় এই সাব ভ্যারিয়েন্ট পাওয়া গিয়েছে বলে জানাচ্ছে সংবাদমাধ্যমের একাংশ।

 

 

 

 

Comments :0

Login to leave a comment