অভিযান চালিয়ে যৌন র্যাাকেটের হাত থেকে ২৩ জনকে উদ্ধার করলো দিল্লি পুলিশ। রবিবার দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে পাহাড়গঞ্জ এলাকায় একটি নারী পাচার চক্রের সন্ধান পায় তারা। অভিযান চালিয়ে তিন নাবালিকা এবং ১০ জন নেপালি নাগরিক সহ ২৩ জন মহিলাকে উদ্ধার করেন তারা।
পাহাড়গঞ্জ থানা, শ্রদ্ধানন্দ মার্গ পুলিশ পোস্ট এবং হিম্মতগড় পুলিশ পোস্টের যৌথ অভিযানে মানব পাচারের সাথে জড়িত সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সংবাদমাধ্যমের কাছে পুলিশের এক আধিকারিক বলেছএন, ‘তথ্য এবং নজরদারির ভিত্তিতে, পুলিশ অবৈধ ব্যবসায় জড়িত গুরুত্বপূর্ণ স্থানগুলিকে চিহ্নিত করে অভিযান চালায়। অভিযুক্তরা পশ্চিমবঙ্গ, নেপাল এবং অন্যান্য রাজ্য থেকে মিথ্যা অজুহাতে মহিলাদের প্রলুব্ধ করে এবং তাদের অনৈতিক কাজে বাধ্য করেছিল বলে অভিযোগ রয়েছে।’’
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে মহিলাদের পাহাড়গঞ্জ বাজার এলাকার একটি ঘরে রাখা হয়েছিল, তারপর বিভিন্ন হোটেলে পাঠানো হয় তাদের।
অভিযুক্ত যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন, নুরশেদ আলম (২১), মোঃ রাহুল আলম (২২), আব্দুল মান্নান (৩০), তৌশিফ রেক্সা, শামীম আলম (২৯), মোঃ জারুল (২৬) এবং মনিশ (২৬)।
Comments :0