বিজেপি বিরোধী বিভিন্ন গণতান্ত্রিক যুব সংগঠন একত্রিত হয়ে বৃহস্পতিবার গঠন করল ইন্ডিয়ান ইয়ুথ ফ্রন্ট। এদিন দিল্লীর কন্সটিটিউশন ক্লাবে একটি বৈঠকের মাধ্যমে শুরু হল ফ্রন্টের পথচলা। এই ফ্রন্টে ডিওয়াইএফআই ছাড়াও এআইওয়াইএফ, যুব কংগ্রেস সহ ১১টি যুব সংগঠন রয়েছে।
সংগঠনগুলির তরফে বলা হয়েছে, আগামীদিনে কর্মসংস্থানের দাবিতে, দেশের সংবিধানকে বাঁচাতে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই গড়ে তলা সহ যুব সমাজের অন্যান্য দাবীকে সামনে রেখে এই ফ্রন্ট ঐক্যবদ্ধ ভাবে লড়াই করবে। ইন্ডিয়ান ইয়ুথ ফ্রন্ট ২৯ ফেব্রুয়ারী দিল্লীর যন্তরমন্তরে বৃহৎ সমাবেশের ডাক দিয়েছে। সেদিন সারা দেশ থেকে যুবরা সেই সমাবেশে যোগ দেবেন।
বৃহস্পতিবারের বৈঠকে ডিওয়াইএফআই’র তরফে উপস্থিত ছিলেন হিমঘ্নরাজ ভট্টাচার্য, এএ রহিম ও ইরফান গুল।
Comments :0