মালবাজার মহকুমার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন দাবিতে ডিওয়াইএফআই বৃহস্পতিবার মহকুমা শাসকের দপ্তরে ডেপুটেশন দিল। একাধিক দাবিকে সামনে রেখে বামপন্থী যুব সংগঠনের নেতা-কর্মীরা এদিন মালবাজার শহরের বাসস্ট্যান্ড এলাকায় জমায়েত করে। কর্মী - সমর্থকদের নিয়ে যুব নেতৃবৃন্দ উদ্যোগে একটি বিরাট মিছিল মালবাজার শহরের বাস স্ট্যান্ড থেকে শুরু করে সুভাষ মোড়, সত্যনারায়ণ মোর ক্যালটেক্স মোড় হয়ে মালবাজার মহকুমা শাসকের অফিসের সামনে এসে উপস্থিত হয়। মালবাজার থানার পুলিশ মহকুমা শাসকের দপ্তরের সামনে মিছিল আটকে দেয়। এরপর সাতজনের প্রতিনিধি দল মহকুমা শাসকের সঙ্গে দেখা করে ডেপুটেশন দেন।
মালবাজার মহকুমার অন্তর্গত মাল, মেটেলি, নাগরাকাটা ও ক্রান্তি এলাকা থেকে যুব সংগঠনের সদস্যরা এদিন মালবাজার শহরে এসে উপস্থিত হন। মালবাজার মহাকুমার সার্বিক উন্নয়ন সহ চা বাগানের যুবক-যুবতীদের কাজের দাবি, মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক, হাসপাতালের পরিকাঠামোগত উন্নয়ন, ডায়ালিসিস বিভাগে শয্যা বৃদ্ধি, ক্রান্তি ও মাল শহরের মধ্যে যোগাযোগ ব্যবস্থা উন্নতিকল্পে চেল নদীতে সেতু নির্মাণ, ক্রান্তি ব্লক হাসপাতাল নির্মাণ, ক্রান্তি ব্লকে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের অফিস নির্মাণ সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয়। চা বাগান ও কৃষি ভিত্তিক মালবাজার মহকুমার পরিকাঠামোগত উন্নয়নের দাবিও তোলা হয় এদিনের ডেপুটেশনে। যুব সংগঠনের তরফে এদিনের এই ডেপুটেশনকে কেন্দ্র করে বর্ণাঢ্য মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা করলে রাজনৈতিক মহলে ব্যাপক আলোড়নের সৃষ্টি করে। যুব সংগঠনের কর্মী ও সমর্থকদের মধ্যেও বাড়তি উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচন। ইতিমধ্যেই এসআইআর সংক্রান্ত যাবতীয় কাজ চলছে জোরকদমে।
এদিন উপস্থিত ছিলেন ডিওয়াইএফআই জলপাইগুড়ি জেলা সভাপতি অর্পণ পাল, সম্পাদক বেদব্রত ঘোষ নেতৃত্ব। অর্পণ পাল জানিয়েছেন, "মূলত যুবদের সমস্যা ও সাধারণ মানুষের সমস্যা নিরসনে প্রশাসনের হস্তক্ষেপের দাবি রাখছি। জ্বলন্ত সমস্যার সমাধানের লক্ষ্যে জলপাইগুড়ি জেলার তিনটি মহকুমায় ডেপুটেশন কর্মসূচি করা হয়েছে। মালবাজার মহকুমার সার্বিক উন্নয়ন সহ মহকুমার অন্তর্গত বিভিন্ন ব্লক ও পঞ্চায়েত স্তরে যুব সহ সাধারণ মানুষের দাবীকে তুলে ধরে এদিনের ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়েছে।"
Comments :0