সকলের জন্য কাজের দাবিতে বড় সমাবেশ হলো মুর্শিদাবাদের সালারে। ডিওয়াইএফআই’র ডাকে সমাবেশ কার্যত জনসমাবেশের চেহারা নেয় সোমবার। 
ডিওয়াইএফআই সালার আঞ্চলিক কমিটির উদ্যোগে এদিন মিছিল হয়। তারপর শুরু হয়েছে সমাবেশের কাজ। সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি বক্তব্য রাখেন। 
বক্তারা বলেছেন, কেন্দ্রের বিজেপি সরকার কাজ কেড়ে নিচ্ছে সারা দেশে। এ রাজ্যে তৃণমূল কংগ্রেস সরকারও কাজ কেড়ে নিচ্ছে। গ্রামে কাজ নেই। যাঁরা একশো দিনের কাজ করেছেন, তাঁরা মজুরি পাচ্ছেন না। পঞ্চায়েতে লাগামছাড়া দুর্নীতি চলছে।
DYFI Murshidabad
যুব সমাবেশ মুর্শিদাবাদে
                                    
                                
                                    ×
                                    
                                
                                                        
                                        
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0