ডিওয়াইএফআইয়ের ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে ইনসাফ যাত্রার পর লাগাতার প্রচার চালিয়ে যাওয়া হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। ‘যৌবনের ডাকে জনগনের ব্রিগেড’ এই স্লোগান সামনে রাখা হয়েছে ডিওয়াইএফআইয়ের পক্ষ থেকে। ২২ ডিসেম্বর ইনসাফ যাত্রা শেষ হওয়ার পর বসিরহাট, কলকাতায় পদযাত্রা এবং সমাবেশে অংশ নিয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখার্জি। 
হালতুতে এদিন পদযাত্রায় যুবদের অংশগ্রহন ছিল চোখে পড়ার মতো। এলাকায় এই মিছিল প্রভাব ফেলেছে বলে দাবি করা হচ্ছে সংগঠনের পক্ষ থেকে। এদিনের মিছিলে পা মেলান প্রাক্তন যুব নেতৃত্ব অপর্ণা ব্যানার্জি, অশেষ বিশ্বাস, মানুস মজুমদার। এছাড়া উপস্থিত ছিলেন জেলা সম্পাদকমন্ডলীর সদস্য আনন্দ মজুমদার, নন্দিতা দাস, জেলা কমিটির সদস্য সৌরভ দত্ত, সংহিতা মজুমদার, কৌসুম্ভ দাশগুপ্ত, লোকাল কমিটির কনভেনর দীপঙ্কর মণ্ডল, এসএফআই জেলা সভাপতি ঋজুরেখ দাশগুপ্ত সহ অন্যান্যরা।
                                        
                                    
                                
                                    
                                    
                                    
                                    
                                    
                                    
Comments :0