পশ্চিমবঙ্গ এবং ঝাড়খন্ড জুড়ে কয়লা পাচার কান্ডে একযোগে ৪২টি জায়গায় তল্লাসি চালাচ্ছে ইডি। এদিন সকাল থেকে কলকাতা ও তার আশ পাশের বিভিন্ন জায়গায় হানা দিতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। কলকাতা, দূর্গাপুর, পুরুলিয়া এবং হাওড়া সহ এরাজ্যের প্রায় ২৪টি জায়গায় হানা দেয় ইডি। পাশাপাশি ঝাড়খন্ডের ১৮টি জায়গায় চলছে তল্লাসি। ইডি সূত্রে খবর হানা দিয়ে বিপুল পরিমানে টাকা, গয়না তারা বাজেয়াপ্ত করেছেন। এরাজ্য থেকে প্রায় এক কোটি টাকা বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা, এমনটাই খবর সূত্রে।
অন্যদিকে ঝাড়খন্ডে থেকে প্রায় ১ কোটি ৩০ লক্ষ টাকা উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।
এরাজ্যের বীরভূম, বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জুড়ে ছড়িয়ে রয়েছে কয়লা পাচারের চক্র। ২০২০ সাল থেকে এই কয়লা পাচার দুর্নীতি মামলার তদন্ত চালাচ্ছে ইডি। নাম জড়িয়েছে তৃণমূলের একাধিক শীর্ষ স্থানীয় নেতার। অনেকে গ্রেপ্তারও হয়েছেন। কিন্তু এখনও পর্যন্ত বাকি তদন্ত গুলোর মতো এই তদন্তেরও কোন কিনারা করে উঠতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা।
Coal Scam
কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ডে ইডি হানা, উদ্ধার বিপুল টাকা ও গয়না
×
Comments :0