Ration distribution scam

রেশন দুর্নীতি কান্ডে একাধিক জায়গায় চলছে ইডি তল্লাসি

রাজ্য

রেশন দুর্নীতি কান্ডে একাধিক জেলায় একযোগে চলছে ইডি তল্লাশি। শনিবার সাকলে উত্তর ২৪ পরগনার বনগাঁ, নদীয়ার রানাঘাট, হাওড়ার বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে। সূত্রের খবর বাকিবুর ঘনিষ্ট রানাঘাটের এক রেশন ডিলারের বাড়িত তল্লাশি চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার আধিকারিকরা। কেন্দ্রীয় বাহিনীর জাওয়ানদের নিয়ে এই তল্লাশি কাজ চালাচ্ছেন তারা। 

উলুবেড়িয়ার কুলগাছিয়ার শ্রীরামপুরে অঙ্কিত রাইস মিলে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। রেশন দুর্নীতি কান্ডে বাকিবুর গ্রেপ্তার হওয়ার পর বিভিন্ন রাইস মিল, রেশন ডিলারদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। বনগাঁর তিন জায়গায় চলছে তল্লাশি। সেখানকার রাধাকৃষ্ণ রাইস মিলে চলছে ইডি তল্লাসি। স্থানীয়দের দাবি তৃণমূল আমলে এই রাইস মিল তৈরি হয়। 

গত সপ্তাহে এই দুর্নীতি কান্ডে গ্রেপ্তার হয়েছেন প্রাক্তন খাদ্য মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। বাকিবুরের সাথে ঘনিষ্ট সম্পর্কের কথা ইতিমধ্যে সামনে এসেছে। কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার দাবি জ্যোতিপ্রিয়র সময় সাধারণ মানুষের জন্য বরাদ্দ চাল, গম, আটা বাইরে বেশি দামে বিক্রি করা হয়েছে।  

Comments :0

Login to leave a comment