কয়লা পাচার কাণ্ডে বৃহস্পতিবার অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জিকে তলব করলো ইডি। ওই দিন বেলা ১১ টা নাগাদ তাকে সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।
এদিন বিদেশ যাওয়ার মুখে বিমানবন্দরে আটকানো হয় রুজিরা ব্যানার্জি কে। তৃনমূল সাংসদ অভিষেক ব্যানার্জির স্ত্রী রুজিরা ব্যানার্জি। সূত্রের খবর দুবাই যাওয়ার পথে তাকে অভিবাসন দপ্তর বিমানবন্দরে আটকায়। এর আগে থাইল্যান্ড থেকে ফেরার পথে সোনা সহ বিমানবন্দরে তাকে ধরা হয়।
অভিবাসন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ইডির একটি মামলায় রুজিরার বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করা হয়েছে যার জন্য সে দেশের বাইরে যেতে পারবে। তবে তৃণমূল সাংসদ এই অভিযোগ অস্বীকার করে ঘনিষ্ট দাবি করেছেন যে, তাকে এবং তার স্ত্রীকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই মামলায় রক্ষা কবচ দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে রুজিরাকে দুবাই যাওয়া থেকে কোন ভাবে আটকানো যায় না। যদিও ইডির পক্ষ থেকে এখনও কোন বিবৃতি পাওয়া যায়নি।
এর পূর্বে কয়লা পাচার মামলায় দিল্লিতে ইডি দপ্তরে হাজিরা দিয়ে ছিলেন অভিষেক এবং রুজিরা। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় নিজাম প্যালেসে সিবিআই জেরার মুখে পড়েন তৃণমূল সাংসদ।
Comments :0