নদীতে মাছ ধরতে গিয়ে বিপত্তি। ইলিশ ধরতে গিয়ে ঢেউয়ের তোড়ে ডুবলো ট্রলার। একঘন্টা প্রাণ হাতে নিয়েই নদীতে ভেসে থাকলেন আট মৎসজীবী। ঘটনাটি ঘটেছে গঙ্গাসাগরে। কাকদ্বীপের একটি মৎসজীবীদের দল সাগরে যান ইলিশ ধরতে। মাছ ধরতে গিয়ে নদীর ঢেউয়ে উল্টে যায় ট্রলার। প্রায় একঘন্টা নিজেদের জিনিস নিয়ে কোন মতে তারা ভেসে থাকেন। ওই একই সময় নদীতে মাছ ধরতে যাওয়া আরও একটি ট্রলার তাদের দেখতে পেয়ে কোন মতে উদ্ধার করেন।
উদ্ধার হওয়ার আটজন মৎসজীবীদের পূর্ব মেদিনীপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। প্রশাসন সূত্রে খবর এখন ওই আটজনের শারিরীক অবস্থা স্থিতিশীল।
Fishermen
কোন মতে প্রাণে বাঁচলেন আট মৎসজীবী
×
Comments :0