মূর্তি পর্যটন কেন্দ্রে হঠাৎ ঢুকে পড়ল একটি দলছুট দাঁতাল হাতি। বৃহস্পতিবার রাতের ঘটনা। গরুমারা জাতীয় উদ্যান এলাকা থেকে খাদ্যের খোঁজে মূর্তি নদী পেরিয়ে হাতিটি যখন পর্যটন কেন্দ্রের ভেতরে ঢুকে পড়ে, তখন এলাকায় উপস্থিত পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের দিকে মূর্তি জঙ্গল এলাকা থেকে দলছুট এই দাঁতাল হাতিটি আচমকা বেরিয়ে পর্যটন কেন্দ্রে ঢুকে পড়ে। বহু পর্যটক ও সাধারণ মানুষ সেই সময় আশেপাশেই থাকায় পরিস্থিতি মুহূর্তে চাঞ্চল্যকর হয়ে ওঠে। এরপর গ্রামবাসী ও বিভিন্ন রিসোর্টের কর্মীরা টর্চলাইটের আলো ফেলে হাতিটিকে গ্রামমুখী হওয়া থেকে আটকানোর চেষ্টা করেন।
কিন্তু হাতিটি সেদিকে না ঘুরে গ্রামের দিকে এগোতেই থাকে। পরে বনদপ্তরের কর্মী ও স্থানীয় মানুষের প্রায় ঘণ্টাখানেকের প্রচেষ্টায় দাঁতালটিকে পুনরায় জঙ্গলে ঢোকাতে সফল হয় সবাই। ঘটনায় আতঙ্ক ছড়ালেও শেষ পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি বলে বনদপ্তর সূত্রে জানা গেছে।
Elephant
দলছুট দাঁতাল ঢুকে পড়লো মূর্তি পর্যটন কেন্দ্রে
×
Comments :0