ইউরো কাপের গ্রুপ সি’র ম্যাচে শুক্রবার স্লোভেনিয়ার সঙ্গে ১-১ ড্র করল সার্বিয়া। মাঝমাঠ দখলের নিরিখে এগিয়ে থাকলেও প্রথমে গোল করতে ব্যর্থ হয় সার্বিয়া। ৬৯ মিনিটে জান কারনিচনিকের গোলে এগিয়ে যায় স্লোভেনিয়া। যদিও সংযুক্ত সময়ের ৫ মিনিটের মাথায় গোল শোধ করেন সার্বিয়ার লুকা জোভিক। এই গ্রুপের অপর ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয়েছে ডেনমার্ক। ৭০ মিনিটের খেলা শেষে ম্যাচের ফল ১-১।
১৮ মিনিটে ইংল্যান্ডকে এগিয়ে দেন হ্যারি কেন। ৩৪ মিনিটের মাথায় সমতা ফেরান মর্টেন হিজুলমান্ড।
অপরদিকে ২০২৪ ইউরো কাপে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ১-০ গোলে পরাজিত হয় সার্বিয়া। দ্বিতীয় ম্যাচেও ড্র করায় টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হল সার্বিয়ানদের। অপরদিকে ম্যাচ ড্র করে পরবর্তী রাউন্ডে যাওয়ার সম্ভাবনা টিকিয়ে রাখল স্লোভেনিয়া। যদিও তারজন্য ইংল্যান্ড-ডেনমার্ক ম্যাচের ফলাফলের দিকে চোখ রাখতে হবে তাঁদের। ডেনমার্ককে ইংল্যান্ড হারিয়ে দিতে পারলে গ্রুপে দ্বিতীয় হওয়ার সম্ভাবনা থাকবে স্লোভেনিয়ার সামনে।
Comments :0