নকল আয়কর আধিকারিক সেজে দোকান লুঠ
গতকাল রাত আট টার কিছু পরে হঠাৎ করে চারজন কুমিরজলা রোডের ওই দোকানে হাজির হয়। প্রত্যেকের গলায় আইটি অফিসারের আই কার্ড ঝোলানো ছিল। তারা পরিচয় দিয়ে তল্লাসী শুরু করে। ওই দোকান মালিক মহারাষ্ট্রের যুবক ভগবান গেজগে। তার মতো আরও কয়েকটি দোকান রয়েছে কুমির জলা রোডে। যারা মূলত সোনা গালাই এর কাজ করে।
স্বর্ণ ব্যবসায়ীরা সোনার বার দিয়ে যায় গলানোর জন্য। সেখানে কোন কাগজ থাকে না। সেই সুযোগ নিয়ে ভগবানকে ভয় দেখায় তারা। নগদ টাকা ও সোনা নিয়ে যায় নকল আইটি অফিসাররা। যাওয়ার সময় ভগবানকে গাড়িতে তুলে নিয়ে যায়। দিল্লি রোডের কাছে নামিয়ে দিয়ে চলে যায়, বলে আয়কর অফিসে যোগাযোগ করতে। স্থানীয় ব্যবসায়ীরা পুলিশকে জানিয়েছে বিষয়টি। শ্রীরামপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। আয়কর অফিসার পরিচয় দেওয়া ব্যাক্তিরা আসলে কারা তা খতিয়ে দেখছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সিসিটিভি থেকে পাওয়া ফুটেজে নকল রেডের ছবি ধরা পরেছে।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা বিকাশ মজুমদার জানান, ‘প্রকাশ্য সন্ধ্যায় যে ভাবে ডাকাতি হলো তাতে আমরা নিরাপত্তার অভাব বোধ করছি। এই গলির ভেতরে প্রচুর সোনার দোকান, তারা সকলেই সোনা গলানোর কাজ করেন। আয়কর আধিকারিক এর নকল পরিচয় দিয়ে ডাকাতি করতে পারে এটা ভাবা যায়না। পুলিশ প্রশাসন এর উচিত আরও সক্রিয় হওয়া।’
পুলিশ কমিশনার অমিত পি জাভালগি জানিয়েছেন, ‘সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। তিনজন ছিল গোটা ঘটনায়। সন্দেহ করা হচ্ছে এরা এই ধরনের অপরাধ আগেও করেছে। খোঁজ চলছে তাদের।’
Comments :0