বুথ স্তরে রাজনৈতিক দলগুলির এজেন্টদের ফর্ম আপলোড করতে দিলে নির্ভুল ভোটার তালিকা তৈরি সম্ভব হবে না। শাসক দল জোর করে ফর্ম হাতিয়ে নিয়ে বেনিয়ম করবে।
নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশিকার বিরোধিতা করে এই মর্মে পশ্চিমবঙ্গের সিইও দপ্তরে চিঠি পাঠালেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
চিঠিতে প্রশ্ন তোলা হয়েছে ফর্ম বিলি সংক্রান্ত তথ্য নিয়েও। মৃত, স্থানান্তরিত বা খোঁজ মেলে না এমন বেশ কিছু নাম রয়েছে প্রতি বুথে। সেলিম সিইও-কে প্রশ্ন তুলেছেন যে তা’হলে এনুমারেশন ফর্ম একশো শতাংশ বিলির তথ্য কিভাবে দেওয়া হচ্ছে। এ সংক্রান্ত অভিযোগ যে এর আগে ইআরও এবং জেলা নির্বাচনী আধিকারিক বা ডিআরও-দেরও জানানো হয়েছে, সিইও-কে লিখেছেন সেলিম।
এজেন্টদের আপলোড প্রসঙ্গে চিঠিতে সেলিম বলেছেন যে বুথ এজেন্টরা কোনও না কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি। তাঁদের দায়িত্ব এনুমারেশন ফর্ম দেওয়া ও সংগ্রহ প্রক্রিয়ায় কমিশন নিযুক্ত বিএলও-দের সহায়তা করা। বুথ এজেন্টদের ফর্ম আপলোড করে দেওয়া হলে ভোটার তালিকা নির্ভুল করার লক্ষ্যের সঙ্গে গুরুতর আপস করা হবে। এই নির্দেশকে কাজে লাগিয়ে ভোটার তালিকায় গরমিল করার সুযোগ দিয়ে দেওয়া হবে শাসক দলকে।
চিঠিতে বলা হয়েছে, দিনে ৫০টি পর্যন্ত এনুমারেশন ফর্ম বুথ এজেন্টদের আপলোড করার অনুমতি দেওয়া হয়েছে নির্দেশিকায়। ফর্ম আপলোড করার মেয়াদ পর্যন্ত একজন বিএলও নিজেই বুথে ৬০০ ফর্ম আপলোড করতে পারবেন সেক্ষেত্রে।
উল্লেখ্য, সিপিআই(এম) বারবারই বলেছে যে নির্ভুল ভোটার তালিকা প্রয়োজন। বাদ দিতে হবে মৃত, স্থান্তরিত, একাধিক জায়গায় নথিভুক্ত নাম। তবে তা ভোটার তালিকা সংশোধনের নিয়মিত প্রক্রিয়াতেই সম্ভব ছিল। এসআইআর’র প্রয়োজন ছিল না। কিন্তু কমিশন নির্ভুল ভোটার তালিকার লক্ষ্য ঘোষণা করে এসআইআত প্রক্রিয়া চালু করেছে।
চিঠিতে ইআরও-দের ফর্ম আপলোড করার দাবিরও বিরোধিতা করা হয়েছে। এই অনুমতি দিলে শাসক দল প্রশাসনিক জোর কাজে লাগিয়ে বেনিয়ম করবে, সিইও-কে বলেছেন সেলিম
CEO Letter MD Salim
এজেন্টরা ফর্ম আপলোড করলে বেনিয়ম চালাবে শাসকদল, সিইও-কে চিঠি সেলিমের
×
Comments :0