পরিযায়ী শ্রমিকদের মৃত্যুমিছিল অব্যাহত! আরও একজন পরিযায়ী শ্রমিকের প্রাণ গেল ভিনরাজ্যে রেল দুর্ঘটনায়। কাটোয়া থানা এলাকার কামাল গ্রামের বাসিন্দা ৩৩ বছর বয়সী পরিযায়ী শ্রমিক মিঠুন মালিকের মৃত্যু হয়েছে রেল দুর্ঘটনায়।
মাত্র কিছুদিন আগেই বেঙ্গালুরুতে পরিযায়ী শ্রমিকের কাজ করতে গিয়ে সিলিন্ডার ফেটে মারা গিয়েছিলেন মুর্শিদাবাদের ৭ জন তরতাজা যুবক। তারপর সিলিন্ডার বিস্ফোরণেই প্রাণ হারালেন বীরভূমের পাটনীল গ্রামের ২জন যুবক। বৃহস্পতিবার দুপুরে ফের খবর পাওয়া যায় আরেক পরিযায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে আসামে ব্রীজ নির্মাণের কাজে গিয়ে। ধূপগুড়ির মাগুরমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজার সংলগ্ন বিদ্যালয়পাড়া এলাকার বাসিন্দা সুভাষ মুন্ডা (২২) দীপাবলি উৎসবের কিছুদিন পর এলাকার কয়েকজন যুবকের সঙ্গে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন।
কাটোয়ার পরিযায়ী শ্রমিক মিঠুন মালিক গত ১৭ নভেম্বর রাত সাড়ে এগারোটা নাগাদ কেরালার এর্নাকুলামে এই দুর্ঘটনা ঘটে। মৃত মিঠুন মালিকের বাবা বুদ্ধদেব মালিক বলেন, গত ১৪-১৫ বছর ধরে মিঠুন কেরালার রাজমিস্ত্রির কাজ করছেন। তাঁর স্ত্রী ও দুই কন্যা বর্তমান।’’ মিঠুনের পাড়া কামাল গ্রামের দীঘির পাড়ের মানুষ জানান ভূমিহীন কৃষক পরিবারের সন্তান মিঠুন। রাজ্যেতো কাজ নেই গ্রামেও কাজের অভাব। পরিবারের মুখে দুমোঠো অন্ন জোগাতে ভিনরাজ্যে কাজে যেতে বাধ্য হন।’’ সিআইটিইউ অনুমোদিত পরিযায়ী শ্রমিক ইউনিয়নের তৎপরতায় দেহ তাঁর গ্রামের বাড়িতে পরে কাটোয়া শ্মশানে এলে পরিবারের প্রতি সমবেদনা জানাতে শ্মশানে পৌঁছান সিআইটিইউ নেতা সুজিৎ রায় ও গৌতম ব্যানার্জি প্রমূখ। পরিযায়ী শ্রমিক পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সিআইটি ইউ পূর্ব বর্ধমান জেলা সম্পাদক তাপস চ্যাটার্জি ও মেহবুব আলম।
রাজ্যের বিভিন্ন জেলা থেকেই ভিনরাজ্যে কাজে যাওয়া শ্রমিকের সংখ্যা লক্ষাধিক। পরিযায়ী শ্রমিকের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ার সাথে পাল্লা দিয়ে সমানতালে দীর্ঘায়িত হচ্ছে মৃত্যু ও জখমের সংখ্যাও। ভিনরাজ্য থেকে মৃত্যুর কোলে ঢলে পড়া বা দুর্ঘটনায় জখমের খবর আসা নিয়মে পরিণত হয়েছে।
Migrant Worker Dies
কেরালায় রেল দুর্ঘটনায় মৃত্যু কাটোয়ার পরিযায়ী শ্রমিকের
×
Comments :0