QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 13 NOVEMBER 2025, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ১৩ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

ছোটদের বিভাগ

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  13 NOVEMBER 2025 3rd YEAR

বলতে পারোঅমল করনতুনপাতা উত্তর : ১৩ নভেম্বর ২০২৫, বর্ষ ৩

জিজ্ঞাসা

১.  ভারতের লন টেনিস খেলোয়াড় রোহন বোপান্নার কৃতিত্বের পরিসংখ্যান দাও।
২. টি ২০ ক্রিকেটে সর্বাধিক রান কে করেন, পরিসংখ্যান দাও।
৩. বিশ্বের সর্ববৃহৎ যাত্রীবাহী জাহাজ কোনটি?
৪. SIR , BLO ,BLA -এর পুরো কথা কি?
৫. সিন্ধু সভ্যতা, মহেন-জা- দারো সভ্যতা ও হরপ্পা সভ্যতার আবিষ্কর্তা কারা?
৬. বিশ্বের দীর্ঘতম ৫টি সেতুর নাম বলো।

সমাধান 

১.  ২০২৪ সালে ভারতের রোহন বোপান্না (৪৫ বছর)বয়স্কতম গ্ৰ্যান্ডস্ল্যাম জয়ী ও বয়স্কতম এক নম্বর হওয়ার রেকর্ড করেন। তিনি ২০১৭ সালে ফরাসি ওপেন ফিক্সড ডাবলস(পার্টনার গ্যাব্রিয়েলা ডাব্রোস্কি) জয়ী, ২০২৪ সালে পুরুষ বিভাগে অষ্ট্রেলীয় ওপেন ডাবলস (পার্টনার ম্যাথু এবড্রেন) জয়ী। ৪ বার গ্ৰ্যান্ডস্ল্যাম ফাইনালিস্ট।
২. টি ২০ ক্রিকেটে সর্বাধিক রান করে বিশ্বরেকর্ড করেন পাকিস্তানের বাবর আজম ৩৬ টি অর্ধশতক ও ৩টি সেঞ্চুরি সহ ১৩০ ম্যাচে মোট ৪২৩৪ রান ।
৩. ফিনল্যান্ডে তৈরি ১৮ তলা বাড়ির উচ্চতাসম্পন্ন (টাইটনিকের ৫ গুণ বড়ো) ১২০০ ফুট লম্বা ২১৩ ফুট চওড়া আড়াই লক্ষ টন ওজনের ৯০ হাজার হর্স পাওয়ার সম্পন্ন ২০ ডেকের ৭৬০০ জন যাত্রী বিশিষ্ট বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজের নাম 'আইকন অফ দি সিজ'।
৪. SIR হল  ভোটের ক্ষেত্রে Special Intensive Revision , BLO হল Booth Level Offier, BLA হল Booth Level Agent ।
৫. সিন্ধু সভ্যতার আবিষ্কর্তা জন মার্শাল,মহেন-জা-দারো সভ্যতার আবিষ্কর্তা রাখালদাস বন্দ্যোপাধ্যায় এবং হরপ্পার 
আবিষ্কর্তা দয়ারাম সাহানি।
৬. বিশ্বের ৫টি দীর্ঘতম সেতুর ৪টি চিনে অবস্থিত :
অ) দানইয়াং-কুনশান ব্রিজ ১৬৪. ৮ কিমি, 

আ) তিয়ানজিন ব্রিজ ১১৩.৭কিমি 

ই) কাংদে গ্ৰ্যান্ড ব্রিজ ১০৫.৮কিমি 

ঈ) উইনান গ্ৰ্যান্ড ব্রিজ ৭৯.৭কিমি।বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম ব্রিজ ১৫৭.৩ কিমি দীর্ঘ চাংহুয়া -কাওশিয়াং ব্রিজ তাইওয়ানে অবস্থিত।

Comments :0

Login to leave a comment