প্রথামাফিক এবারও ২৪ ডিসেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে। এই অনুষ্ঠান থেকেই ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হারমনপ্রীত কৌরকে ডি.লিট্ সন্মান জানাতে চায় বিশ্ববিদ্যালয়। বুধবার রাজ্যপালের সাথে সমাবর্তন অনুষ্ঠানের বিষয়টি নিয়ে বৈঠকেও বসেন নবনিযুক্ত উপাচার্য। কিছুদিনের মধ্যেই অতিথিদের আনুষ্ঠানিকভাবে নিমন্ত্রণ জানানো হবে।
চলতি মাসের ৩ নভেম্বর যাদবপুর বিশ্ববিদ্যালয়ের স্থায়ী উপাচার্য হিসাবে দ্বায়িত্ব গ্রহণ করেন অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। তারপরই সমাবর্তন অনুষ্ঠান নিয়ে আলোচনায় বসতে চেয়ে রাজ্যপালকে চিঠি পাঠান তিনি। অবশেষে বুধবার সেই বৈঠক সম্পন্ন হয়। সেখানেই আচার্যকে বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবের কথা জানান তিনি। রাজ্যপাল বিষয়টিতে মৌখিক সম্মতি জানিয়েছেন বলেই জানা যাচ্ছে।
পাশাপাশি, এদিনের বৈঠকে নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দোপাধ্যায়, ডিআরডিও চেয়ারম্যান সমীর ভি কামাথ এবং অনুসন্ধান ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের সিইও শিবকুমার কল্যাণরামনের কেও বিশেষ অতিথি হিসাবে আমন্ত্রন জানানোর প্রস্তাব জানান উপাচার্য। সেই বিষয়েও রাজ্যপাল সি ভি আনন্দ বোস সম্মতি জানিয়েছেন বলেই জানা যাচ্ছে। আগামী কয়েকদিনের মধ্যেই সরকারি ভাবে অতিথিদের আমন্ত্রণ জানানোর কাজ শুরু হবে।
আগের বছরগুলিতে রাজ্যপালের অনুমতি না মেলাই ও স্থায়ী উপাচার্য না থাকা ডিগ্রি প্রদানের সংক্ষিপ্তভাবে সমাবর্তন অনুষ্ঠান হয়। প্রায় দুবছর পর আবারও পূর্ণাঙ্গ সমাবর্তন অনুষ্ঠান হতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।
Comments :0