Miltu Ghosh

প্রয়াত গীতিকার মিল্টু ঘোষ

রাজ্য

প্রয়াত জনপ্রিয় গীতিকার মিল্টু ঘোষ। বৃহস্পতিবার সকালে হাসগপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৯০। বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন ‘এসো মা লক্ষ্মী বসো ঘরে’ খ্যাতো ষাটের দশকের জনপ্রিয় গীতিকার মিল্টু ঘোষ। চৌরঙ্গী সিনেমায় মান্না দে’র গাওয়া ‘বড় একা লাগে’ ‘ওগো বন্ধু আমার’ ‘ও আকাশ সোনা সোনা’ ‘তুই কি আমার পুতুল পুতুল সেই ছোট্ট মেয়ে’ আজও গেঁথে রয়েছে বাঙালি শ্রোতাদের মনে। 
কবি গীতিকার মিল্টু ঘোষ বড় হয়েছেন যৌথ পরিবারে। তাঁরা ছিলেন দুই ভাই দুই বোন। ফুটবল খেলতেন স্কুল কলেজ জীবনে। নিয়মিত লেখতেন কবিতা। বঙ্গবাসী কলেজে পড়াশোনা করে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহণ দপ্তরে চাকুরিতে যোগ দেওয়া। গান লেখা তাঁর নেশা ছিল। ১৯৫৬ সালে একটি গানের প্রতিযোগীতায় তাঁর আলাপ হয় সুধীন দাশগুপ্তের সঙ্গে। তিনি মিল্টু ঘোষকে কয়েকটি গান দিতে বলেছিলেন। কথামতো কয়েকটি গান লিখে দিয়েছিলেন। তারমধ্যে সুধীন দাশগুপ্তের একটি গান ‘কাজল কুমকুম শিউলি ঝড়ে’ পছন্দ হয়। সুধীন দাশগুপ্তের সুরে গানটি গান গীতা দত্ত। সেই থেকে শুরু। ১৯৬৯ সালে শুভ্রা দেবীকে বিবাহ করেন। গীতিকার মিল্টু ঘোষের মৃত্যুতে শোকস্তব্ধ সঙ্গীত জগৎ।

Comments :0

Login to leave a comment