Monmohanpur Ferry Ghat

ফেরির ভাড়া দ্বিগুন, মনমোহনপুরে গণবিক্ষোভে পালালো পুলিশ

জেলা

মঙ্গলবার মনমোহনপুর ফেরিঘাটের ভাড়া বৃদ্ধি নিয়ে চরম বিক্ষোভ দেখান সাধারণ মানুষ। অভিযোগ বিক্ষোভ থামাতে গিয়ে পুলিশ লাঠি চার্জ করেছে বিক্ষোভকারীদের উপর। তবুও দমেনি মানুষের জ্বলে ওঠা বিক্ষোভ। জনতার বিক্ষোভে ফেরিঘাটের  কোলাপসিবল গেট লাগিয়ে দিয়ে ভিতরে আশ্রয় নিতে বাধ্য হয় পুলিশ। তাতেও বিক্ষোভ প্রশমিত না হওয়ায় নৌকায় করে পুলিশ ঘটনাস্থল ছেড়ে কার্যত পালিয়ে যায় বলে জানিয়েছেন স্থানীয় মানুষ। মঙ্গলবার সকালে ঘটনাটি নাদনঘাট থানার নসরতপুর গ্রাম পঞ্চায়েতের মনমোহনপুর ফেরিঘাটে। 
বিক্ষোভকারীদের অভিযোগ ঘাট মালিক মঙ্গলবার থেকে ফেরি ভাড়া বাড়িয়ে হঠাৎ প্রায় দ্বিগুণ করে দেয় আগাম কিছু না জানিয়েই। এদিন সকালে যাত্রীরা নদী পার হতে এসে দেখেন ভাড়া বৃদ্ধির তালিকা টাঙানো হয়েছে ঘাট মালিকদের পক্ষ থেকে। ভাড়া বৃদ্ধি হয়েছে দ্বিগুন। পাঁচ টাকা ভাড়া বেড়ে হয়েছে ১০ টাকা। ১৫ টাকার ভাড়া বৃদ্ধি হয়েছে ৩০ টাকা। ভাড়া বৃদ্ধির তালিকা দেখে মনমোহনপুর ফেরিঘাট অবরোধ করে দিয়ে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। সেই অবরোধ তুলতে ঘটনাস্থলে নৌকা নিয়ে পৌঁছে যায় নাদনঘাট থানার পুলিশ। গায়ের জোরে বিক্ষোভ ওঠাতে গিয়ে আরও বিক্ষোভের মধ্যে পড়ে যায় পুলিশ। অভিযোগ পুলিশ লাঠিচার্জ শুরু করলে একজন বিক্ষোভকারী আহত হয়। তাতে পুলিশকে ঘিরে বিক্ষোভ শুরু হলে একসময় পুলিশ ঘাটের কোলাপসিল গেটে তালা লাগিয়ে আশ্রয় নেয় টিকিট কাউন্টারে। পরে বিক্ষোভের মধ্যেই পুলিশ নৌকা নিয়ে নিরাপদ জায়গায় চলে যায়। তারপরেও বিক্ষোভ এবং অবরোধ চলে দীর্ঘক্ষণ। পরে ঘাট মালিক, বিভিন্ন প্রশাসনিক আধিকারিক ও জনপ্রতিনিধিরে নিয়ে একটি বৈঠকে ঠিক হয় আগামী পয়লা বৈশাখ পর্যন্ত কোন ভাড়া বাড়বে না। পরে সকলকে নিয়ে এই ব্যাপারে বৈঠক করে ঠিক করা হবে ফেরি ভাড়া।

Comments :0

Login to leave a comment