Harishchandrapur Fire

ইসলামপুরে আগুনে ভষ্মীভূত ৫ টি বাড়ি

জেলা

Harishchandrapur Fire


হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ইসলামপুর অঞ্চলের নোয়াপাড়া বস্তা এলাকায় বুধবার দুপুরে ভয়াবহ আগুনে ৫ টি বাড়ি ভষ্মীভূত হয়ে গেছে। আগুন দেখে গ্রামের মানুষ ছুটে এসে আগুন নেভাতে উদ্যোগ নিলে আগুন নিয়ন্ত্রণে আসে। খবর পেয়ে দমকল যখন ঘটনাস্থলে এসে পৌছায় আগুন ততক্ষণে নিয়ন্ত্রণে। আগুন লাগার ঘণ্টাখানেক পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। যেই স্থানে আগুন লাগে তার খুব কাছেই  দুটো পাম্পসেট থাকায় সেখান থেকে জল নিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে গ্রামবাসীরা। তাদের তৎপরতায় দমকল পৌঁছোনোর আগেই আগুন নিয়ন্ত্রণে আসে। 

দমকলের ইঞ্জিন দেরি করে আসায় প্রশ্ন তুলেছেন গ্রামবাসীরা। যেসব পরিবার আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কৃষিজীবী ও পরিবারের অনেকেই কাজের খোঁজে ভিন  রাজ্যে। আগুনে পরিবারগুলি সর্বস্বান্ত হয়েছেন। তবে কী থেকে আগুন লগেছে তা এখনও পষ্ট নয়।

Comments :0

Login to leave a comment