ধর্ষণ-খুনে শাস্তির দাবি রয়েছেই। জোরালো হয়েছে তথ্য প্রমাণে লোপাটে জড়িতদের শাস্তির দাবিও। রাজ্যের বিভিন্ন স্কুলের মতো সেই দাবিই তুলল পাঁচশোর বেশি ছাত্রছাত্রী।
মালদার কালিয়াচক-৩ ব্লকের জয়েনপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে প্রায় দুই থেকে তিন কিলোমিটার মিছিল হয়। ছিলেন শিক্ষকরাও। জয়েনপুর মাঠে সভায় ছিলেন প্রাক্তন শিক্ষক রিয়াজুদ্দিন বিশ্বাস ও আক্তার মিয়া, প্রাথমিক শিক্ষক সাহাবুদ্দিন সেখ, এসএফআই জেলা সম্পাদক চিরঞ্জিত মন্ডল ও লোকাল কমিটির সম্পাদক দীপঙ্কর দাস, বিশিষ্ট সমাজসেবী অরুণ মণ্ডল প্রমুখ।
KALIACHAK RALLY
বিচারের দাবিতে পাঁচশো ছাত্রের মিছিল কালিয়াচকে
×
Comments :0