Free Coaching Center Jalpaiguri

শিক্ষক দিবসে জলপাইগুড়ির সেবাগ্রামে শুরু ফ্রি কোচিং সেন্টার

জেলা

জলপাইগুড়ির অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সেবাগ্রাম নতুন বস্তি এলাকায় ফ্রি কোচিং সেন্টার শুরুর দিনে ছাত্রছাত্রীরা।

অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের সেবাগ্রাম নতুন বস্তি এলাকায় শুরু হলো ফ্রি কোচিং সেন্টার। জলপাইগুড়ি শহর সংলগ্ন এই এলাকায় অবৈতনিক বিশেষ পাঠদানের এই কর্মসূচি চালু হয়েছে শিক্ষক দিবসের দিনেই। 
পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে রাজ্য কো অর্ডিনেশন কমিটি জলপাইগুড়ি জেলা শাখার সহযোগিতায় পথ চলা শুরু করল এই ফ্রি কোচিং সেন্টার।
আগামী ২৪, ২৫ ও ২৬  জানুয়ারি জলপাইগুড়ি শহরের রবীন্দ্রভবনে হবে রাজ্য সরকারি কর্মচারীদের কো-অর্ডিনেশন কমিটির অন্তর্ভুক্ত সংগঠন গুলির মধ্যে সর্ববৃহৎ সংগঠন পশ্চিমবঙ্গ সরকারি কর্মচারী সমিতির ৮২ তম রাজ্য সম্মেলন। তাকে সামনে রেখেই এই উদ্যোগ।  
শুক্রবার সকালে প্রবল প্রাকৃতির দুর্যোগ উপেক্ষা করে সরকারি কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ ওই এলাকায় অস্থায়ী পরিকাঠামোয়  ফ্রি কোচিং সেন্টারের কাজ শুরু করেন। সেখানে উপস্থিত ছাত্র-ছাত্রীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। আপাতত ষষ্ঠ ও সপ্তম শ্রেণির জন্য ফ্রি কোচিং সেন্টার। পরে অন্য শ্রেণির ছাত্র-ছাত্রীদেরও যুক্ত করা হবে বলে জানান নেতৃবৃন্দ। 
জেলায় আরও দুটি নতুন ফ্রি কোচিং সেন্টার খোলা হবে বলে জানালেন সংগঠনের জেলা সম্পাদক সুব্রত রায় ও জেলা সভাপতি কৌশিক সেন চৌধুরী। রাজ্য সম্মেলন উপলক্ষে গঠিত অভ্যর্থনা কমিটির সভাপতি ডাক্তার প্রদীপ ভৌমিক, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সম্পাদক অরূপ চন্দ, রাজ্য কো-অর্ডিনেশন কমিটির জলপাইগুড়ি জেলা শাখার সম্পাদক মনোজিৎ দাস, ‘১২ই জুলাই কমিটি’-র অন্যতম  আহ্বায়ক বাণীব্রত সাহা, সংগঠনের প্রাক্তন নেতা অপূর্ব বসু সহ ডব্লু বি এম ও ও রাজ্য কো অর্ডিনেশন কমিটির জেলা ও রাজ্যস্তরের নেতৃবৃন্দ। সংগঠনের সদস্যরাই এই ফ্রি কোচিং সেন্টারে ছাত্র-ছাত্রীদের পড়ানোর দায়িত্ব গ্রহণ করবেন। কর্মসূচি ঘিরে এলাকার ছাত্রছাত্রী, অভিভাবক ও স্থানীয় মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন