26 November Protest

কোণঠাসা শ্রমজীবী, ২৬’র প্রচার সারা দেশে

জাতীয় রাজ্য

কর্মসূচির পোস্টার সংযুক্ত কিসান মোর্চা ও কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নসমূহের।

সারা দেশে যৌথ কর্মসূচির ডাক দিয়েছেন কৃষক-শ্রমিক-খেতমজুররা। সারা ভারত কৃষক সভা জানিয়েছে যে দেশের বিভিন্ন প্রান্তেই চলছে প্রচার। 
সারা ভারত খেতমজুর ইউনিয়নের রাজ্য সম্পাদক নিরাপদ সর্দার বলেছেন যে বাংলায় সর্বত্র হবে বিক্ষোভ। বুধবার জলপাইগুড়িতে তিনি বলেন, ‘‘একদিকে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির চাপ ওপর দিকে রাজ্যে সরকারের দুর্নীতির কারনে তিন বছর ধরে বন্ধ ১০০ দিনের কাজ ,এই সব মিলিয়ে এরাজ্যের মানুষের প্রাণ ওষ্ঠাগত, যে কারনেই পরিযায়ী শ্রমিক হয়ে ভিন রাজ্যে ঘুরে মরছে বাংলার খেটে খাওয়া মানুষ।’’ 
সংযুক্ত কিসান মোর্চা এবং কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের যৌথ আহ্বানে চলছে প্রচার। প্রচারে বলা হচ্ছে, লেবার কোড আইন পাশ করে শ্রমিকের ন্যূনতম অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। দেশের সরকারকে বাতিল করতে হবে এই আইন। 
দাবি করা হয়েছে, সব ধরনের খরচের সঙ্গে তার অর্ধেক যোগ করে ফসলের দাম ঠিক করতে হবে। সেই দামে কৃষকদের থেকে সরকারকে কিনতে হবে ফসল। কৃষকরা এই ন্যূনতম দামেই বেচবেন, তার আইনি নিশ্চয়তা দিতে হবে।
দাবি তোলা হয়েছে দেশের সব অংশের পক্ষে। বলা হয়েছে, কাজ এবং ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। জীবনের ঝুঁকি নিয়েও আয় করতে হিমসিম খাচ্ছেন শ্রমজীবীরা। ডেলিভারি বয় থেকে খনি শ্রমিক, অবস্থা এক।  তার জন্য ২৬ নভেম্বরের বিক্ষোভ।
ন্যূনতম মজুরি মাসে ২৮ হাজার টাকা করার দাবি তুলছেন কৃষক-শ্রমকরা।

Comments :0

Login to leave a comment