Elephant Attack

ডিভাইস বসানোর কাজে গিয়ে কুনকির পায়ে পিষ্ট, মৃত্যু কর্মীর

জেলা

কুনকি হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল তথা রেলের অধীনে কর্মরত এক বেসরকারি কোম্পানির কর্মীর। মৃতের নাম সন্দীপ চৌধুরী। তিনি উত্তরপ্রদেশের নয়ডার বাসিন্দা। 
বৃহস্পতিবার রেলের ধাক্কায় হাতি মৃত্যু ঠেকাতে আলিপুরদুয়ার জংশনে অত্যাধুনিক ইনট্রিউশন ডিটেকশন সিস্টেম (আইডিএস)’র উদ্বোধনে আসেন উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তব। এই ডিভাইসটি উদ্বোধনের পর চেতন কুমার শ্রীবাস্তব, আলিপুরদুয়ার ডিভিশনের জেনারেল ম্যানেজার অমরজিৎ গৌতম সহ অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকরা রাজাভাতখাওয়া এলাকার কিছধুটা আগে এলাকায় ডিভাইসের কর্মক্ষমতা হাতে-কলমে খতিয়ে দেখতে পৌঁছান। সেই কারণেই চেকোবিট থেকে জোনাকি এবং মমতাজ নামে দুই কুনকিকে নিয়ে আসা হয়েছিল। সেইসময় ওই এলাকা দিয়েই ভিস্টাডোম ট্রেনটি জংশনের দিকে যাচ্ছিল। হঠাৎ ট্রেনের হর্ণে লাইনের ধারে দাঁড়িয়ে থাকা কুনকি জোনাকি ভয় পেয়ে বেসামাল হয়ে পড়ে। ভয়ে ওই কর্মীর মাথায় সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। হটাৎ এই ঘটনায় হতভম্ভ হয়ে পড়েন উপস্থিত রেলের আধিকারিকরা। দ্রুত ওই কর্মীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

Comments :0

Login to leave a comment