QUZE | AML KAR | NATUNPATA — 2025 FEBRUARY 27 : ANS.

বলতে পারো | অমল কর | নতুনপাতা | ২০২৫ ফেব্রুয়ারি ২৭ : উত্তর

ছোটদের বিভাগ

QUZE  AML KAR  NATUNPATA  2025 FEBRUARY 27  ANS

বলতে পারো | অমল কর | নতুনপাতা | ২০২৫ ফেব্রুয়ারি ২৭ : উত্তর 

 

 

জিজ্ঞাসা

 

১. কোন্ একমাত্র বাঙালি মহিলা ফুটবল রেফারি এএফসি এলিট রেফারি ও ফিফা রেফারি?
২. আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি ফুটবলে মোট কতগুলো ট্রফি জিতেছেন?
৩. বাংলা ভাষায় প্রথম চতুর্দশপদী কবিতা (সনেট) রচনা করেন কে? সনেটের নাম কি?
৪. বিশ্বের বৃহত্তম রেলস্টেশনের কি নাম? ভারতের বৃহত্তম রেলস্টেশন কোনটি?
৫. কে মারণ কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন?
৬. বিশ্বে বছরে কত পরিমাণ গ্লেসিয়ার (হিমবাহ) গলে? কোথায় সবচেয়ে বেশি গলে?

সমাধান

 

১. শিলিগুড়ির বাঙালি মহিলা, প্রাক্তন ফুটবলার ও  অ্যাথলেট, কলকাতা ময়দানে ইস্টবেঙ্গল-মোহনবাগান ডার্বি ম্যাচ -রেফারি  ও জাতীয় রেফারি,এএফসি পেরিয়ে বর্তমানে ফিফা রেফারি কণিকা বর্মণ।
২. আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি সর্বমোট ৪৬ টি ট্রফি জয়ী (বার্সেলোনা ৩৫ টা,পিএসজি ৩ টা, ইন্টার মিয়ামি ২টা, আর্জেন্টিনা ৪ টা,অনূর্ধ্ব ২০ দলে ১ টা ও অলিম্পিকে ১টা) ।
৩. মাইকেল মধুসূদন দত্ত প্রথম বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা (সনেট) রচনা করেন। কবিতার নাম "বঙ্গভাষা"। ( হে বঙ্গ, ভাণ্ডারে তবে বিবিধ রতন,__) .....
৪. আমেরিকার নিউইয়র্কে গ্ৰ্যান্ড সেন্ট্রাল টার্মিনাল বিশ্বের বৃহত্তম রেলস্টেশন।এখানে  ৪৪ টি প্ল্যাটফর্ম আছে। ভারতের বৃহত্তম রেলস্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া । এখানে ২৩ টি প্ল্যাটফর্ম আছে।
৫. পশ্চিমবঙ্গের উপেন্দ্রনাথ ব্রহ্মচারী (মুখোপাধ্যায়)জীবনঘাতী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেন । ওষুধের নাম ইউরিয়া স্টিবামাইন।
৬. বিশ্বে বছরে ২৭,৩০০ কোটি টন গ্লেসিয়ার (হিমবাহ)গলে যায়। সবচেয়ে বেশি গলে আলাস্কায়।

Comments :0

Login to leave a comment