Andhra pradesh

বিরোধী দলের মর্যাদা নিয়ে অন্ধ্রে তীব্র রাজনৈতিক তরজা

জাতীয়

অন্ধ্রপ্রদেশ বিধানসভার বিরোধী দলনেতা পদ নিয়ে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিরোধী দলনেতার তকমার দাবি জানিয়ে সরব হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডির। রেড্ডির সেই আবেদন খারিজ করে দেন অধ্যক্ষ। তার কথায় বিরোধী দলের তকমা পেতে প্রয়োজন ১৮টি আসন। বিধানসভায় ওয়াইএসআর কংগ্রেসের আসন সংখ্যা ১১। তাই বিরোধী দলের মর্যাদা যেমন পাবে না রাজ্যের প্রাক্তন শাসক দল, তেমনই বিরোধী দলনেতার পদও পাবেন না জগন। 
স্পিকারের এই সিদ্ধার বিরোধী করে সরব হয়েছেন জগন। এদিন তিনি দাবি করেন বিধানসভার একমাত্র বিরোধী দলকে যদি আলোচনার জন্য পর্যাপ্ত সময় না দেওয়া হয় তবে সাধারণ মানুষের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে কি ভাবে সরব হবে তারা। এই প্রসঙ্গে দিল্লির উদাহরন টেনেছেন তিনি। গত বিধানসভা নির্বাচনে দিল্লিতে বিজেপি জয়ী হয়েছিল মাত্র ৮টি আসনে। বিরোধী দলের মর্যাদা তাদের পাওয়ার কথা ছিল না। কিন্তু তাদের সেই মর্যাদা দেওয়া হয়েছিল আপের পক্ষ থেকে। 
এদিন বিধানসভায় জগন বলেন, বিজেপি, টিডিপি এবং জনসেনা জোট করে সরকার গঠন করেছে। তাদের যেই সংখ্যাই থাক ভোট শতাংশের দিক থেকে আমাদের ৪০ শতাংশ ভোট আছে। বিধানসভার একমাত্র বিরোধী দলকে যদি বিরোধী দলের মর্যাদা না দেওয়া হয় তাহলে কাদের দেওয়া হবে?
তিনি অভিযোগ করেন তাদের বিরোধী দলের মর্যাদা না দিয়ে বিধানসভার অভ্যন্তরে কথা বলার সুযোগ না দিয়ে অধ্যক্ষ একমাত্র শাসক জোটকে সুযোগ দিচ্ছে কথা বলার।

Comments :0

Login to leave a comment