GAZA ATTACK

গাজায় ত্রাণ সরবরাহ ফের বন্ধ করলো ইজরায়েল

আন্তর্জাতিক

গাজায় সব রকমের ত্রাণ ও সহায়তা ফের বন্ধ করল ইজরায়েল। সংঘর্ষ বিরতির মেয়াদ ফুরিয়েছে, এই যুক্তিতে সহায়তা বন্ধ করা হয়েছে সহায়তা। 
শুরু হয়েছে রমজান মাস। ইসলাম ধর্মাবলম্বীদের গাজায় রমজান পালন করতে হচ্ছে ধ্বংসস্তূপের মধ্যে। 
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, সংঘর্ষ বিরতির দ্বিতীয় পর্ব চালু হতে পারে। তবে গাজায় বাকি সব বন্দিদের ছাড়তে হবে হামাসকে। 
হামাসের মুখপাত্র সামি আবু জোহরি বলেছেন, চাপের কাছে নতিস্বীকার করার প্রশ্নই নেই। তবে আলোচনার জন্য তৈরি এই প্রতিরোধী সংগঠন। 
দেশের মধ্যে সংঘর্ষ বিরতির দাবিতে চাপে আছেন নেতানিয়াহু। সরকারের মন্ত্রীদের বাসভবন ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে বন্দিদের পরিবার।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন