যাদবপুর কাণ্ড নিয়ে তদন্ত কমিটি গঠন করলেন রাজ্যপাল ও বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার রাতে রাজভবন থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।
রাজভবন জানিয়েছে, রাজ্যপাল ভারপ্রাপ্ত উপাচার্যের থেকে যাদবপুরের ঘটনা সংক্রান্ত একটি রিপোর্ট চেয়েছিলেন। সেই প্রতিবেদন তিনি পেয়েছেন।
রাজভবন জানিয়েছে যে ছাত্রছাত্রী এবং শিক্ষকদের থেকেও রিপোর্ট পাওয়া গিয়েছে।
জানানো হয়েছে যে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের নিয়ে জরুরি বৈঠক আহ্বান করেছেন। এই বিষয়ে সমস্ত দিক খতিয়ে দেখতে তথ্য অনুসন্ধান কমিটি গড়া হচ্ছে।  
যাদবপুরের ভারপ্রাপ্ত উপাচার্য যদিও ভর্তি হাসপাতালে।
Jadavpur Ananda Bose
যাদবপুর কাণ্ডে তদন্ত কমিটি রাজ্যপালের, কাল বৈঠকও
 
                                    
                                
                                    ×
                                    ![]() 
                                
                                                         
                                         
                                     
                                     
                                     
                                     
                                     
                                    
Comments :0