AFC Challenge League

ফিরতি লেগে কাজ কঠিন ইস্টবেঙ্গলের

খেলা

eastbengal vs arkadag

বুধবার যুবভারতীতে গোটা ম্যাচে খেলেও জয় পেলোনা ইস্টবেঙ্গল। গোটা ম্যাচে শৌভিকের পজিশন ঠিকঠাক বোঝা গেলোনা। সাউল , রিচার্ড সেলিসদের পারফরম্যান্স যত কম বলা যায় ততই ভালো। নজর কাড়লেন একমাত্র মেসি বাউলি । আর্কাদাগের দলে কোনো বিদেশী নেই , তারা নিজেদের প্রথম এগারোর বেশ কয়েকটি খেলোয়াড়কে নামায়নি। তবুও ট্যাকটিক্যাল ফুটবল খেলে ম্যাচ বের করে নিলো আর্কাদাগ। খুব বেশি আক্রমণেও আসেনি তুর্কমেনিস্তানের দলটি। ম্যাচের প্রথম দিকে গুর্বানভ বক্সের বাইরে থেকে শটে গিলকে পরাস্ত করে গোল করার পরই যেন দাঁড়িয়ে পড়ল গোটা ইস্টবেঙ্গল দল। ডিয়ামেনটেকসের তথৈবৈচ পারফরম্যান্স চলছেই। দ্বিতীয়ার্ধে বরং বিষ্ণুকে নামানোর পর কিছুটা খোলস ছেড়ে বেরোলো ইস্টবেঙ্গল। কিন্তু প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার না করতে পারায় ফলাফল হল নেতিবাচক। আগামী বুধবার আর্কাদাগের হোম ম্যাচে প্রায় ৫ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেলতে হবে ইস্টবেঙ্গলকে। কিন্তু গোটা দলের পারফরম্যান্স আতঙ্কে ভোগাচ্ছে লাল হলুদ সমর্থকদের । ম্যাচের পর তাই সমর্থকরাও ক্ষোভ উগরে দিলেন গোটা ম্যানেজমেন্টের উপর। 

Comments :0

Login to leave a comment