শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও যাদবপুরের প্রাক্তন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্রের বিরুদ্ধে এফআইআর দায়ের করলো পুলিশ। কলকাতা হাইকোর্টের নির্দেশের ভিত্তিতেই এফআইআর করলো কলকাতা পুলিশ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে এফআইআর করার নির্দেশ দিয়েছিলো বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।
শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার বৈঠক চলাকালীন ছাত্ররা শিক্ষামন্ত্রী কাছে ছাত্র সংসদ নির্বাচন দাবি নিয়ে কথা বলতে চায়। তখনই পরিস্থিতি ধুন্ধুমার হয়ে উঠে। ছাত্র শিক্ষা মন্ত্রীর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখায়। গাড়ির তলায় চাপা পরে আহত হয় ইন্দ্রানুজ রায়, অভিনব বসু সহ অন্য ছাত্র ছাত্রীরা। তাঁরা ইমেল মারফত অভিযোগ জানালেও পুলিশ কোনও এফআইআর করেনি। ছাত্রদের পক্ষের আইনজীবী বিকাশ ভট্টাচার্য বলেন, “উল্টে ওই ছাত্রদের বিরুদ্ধে এফআইআর করে পুলিশ।”
বিচারপতি রাজ্যের এডভোকেট জেনারেল কিশোর দত্তর কাছে জানতে চায় পুলিশ কেন অভিযোগ নেয়নি ? তিনি নির্দেশ দেন ইন্দ্রানুজের অভিযোগের ভিত্তিতে পুলিশকে এফআইআর করতে এবং ১২ মার্চের মধ্যে রিপোর্টও তলব করেছেন বিচারপতি। বৃহস্পতিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তাঁর গাড়ির চালক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক ওমপ্রকাশ মিশ্র সহ আরও কয়েক জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। জানা গিয়েছে খুনের চেষ্টা, মহিলাকে মারধর, শ্লীলতাহানি, হুমকি সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
Comments :0