৩ মার্চ এসএফআই ডাকে রাজ্য জুড়ে ছাত্র ধর্মঘট চলাকালিন মেদিনীপুর কলেজে আক্রান্ত হন এসএফআই কর্মী সমর্থকরা। তৃণমূলের গুন্ডা বাহিনীর পুলিশের মদতে কলেজের ভিতরে ঢুকে হামলা চালায়। তুলে নিয়ে যাওয়া কলেজের ছাত্রী এবং এসএফআই কর্মী সুচরিতা দাসকে। রাতে থানায় তার ওপর চলে অমানবিক অত্যাচার। এছাড়া সেদিন আক্রান্ত হন আরও অনেকে।
সেই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার কলেজে একজোট হয়ে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ।
ক্লাস রুম ছেড়ে পড়ুয়ারা সামিল হন বিক্ষোভ মিছিলে। কলেজ অধ্যক্ষকে ঘিরে চলে বিক্ষোভ অবস্থান। তাদের দাবি আক্রমণকারী বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অবিলম্বে এফআইআর দায়ের করতে কলেজর কর্তৃপক্ষকে। কলেজের সিসিটিভির ফুটেজ ও অন্যান্য ভিডিও সহকারে করতে হবে অভিযোগ।
আন্দোলনরত পড়ুয়াদের দাবি এই ঘটনা প্রমান করে কলেজের ভিতর তারা নিরাপদ নয়। কলেজে নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিও তারা তুলেছেন।
তাদের কথায় বহিরাগতরা ঢুকে কলেজ পড়ুয়া সুচরিতাকে তুলে নিয়ে যাওয়া ঘটনা তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে হবে কলেজ কতৃপক্ষকে। রক্তাক্ত হওয়া মনোদীপ সরেন, সৌভিক ঘোষের চিকিৎসা ভার কলেজ কতৃপক্ষকে নিতে হবে।
কেন আক্রান্ত কলেজের ছাত্রছাত্রী - মনোদীপ সরেন, সুচরিতা দাস, শাঁওলি দত্ত ও আঁখি মহাপাত্র দের কোন খোঁজ খবর কেন নিলো না কলেজ কতৃপক্ষ সহ অধ্যক্ষ তার জবাব চাওয়া হয়।
Medinipur college sfi
ক্যাম্পাসে তৃণমূলী হামলার প্রতিবাদে পড়ুয়াদের বিক্ষোভ মেদিনীপুর কলেজে, ঘেরাও অধ্যক্ষ

×
Comments :0